সম্মান রক্ষার লড়াইয়ে বৃহস্পতিবার মাঠে নামবে টাইগাররা
আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। তবে এই টুর্নামেন্টের আগে ওয়ানডেতে বাজে সময় পার করছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর ওয়েস্ট সফরে গিয়েছে বাংলাদেশ দল। সেখানেও নিজেদের সেরাটা দিতে পারেনি মিরাজ বাহিনী।
যার ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে টাইগারদের সামনে সম্মান রক্ষার চ্যালেঞ্জ। এই ম্যাচে হারলে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচে ৮ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরেছে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ১৬৪ রানের পরাজয়ে হোয়াইটওয়াশের লজ্জার নিয়ে দেশে ফিরেছিল তামিম ইকবালের দল।
তিন বছর পর একই পরিস্থিতির সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ম্যাচে জয় না পেলে এবারেও হোয়াইটওয়াশের লজ্জার নিয়ে দেশে ফিরতে হবে মিরাজ বাহিনীকে।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন