সৌম্য-মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
মান বাঁচানোর ম্যাচে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৯ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে টাইগাররা। তবে চাপ সামাল দিতে ধীরগতিতে এগিয়ে নিচ্ছেন পরের ব্যাটাররা।
সেন্ট কিটসে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এমনিতেই সিরিজ হেরে মানসিকভাবে ধুঁকছিল বাংলাদেশ। সিরিজে একটি জয় পেতে একাদশে তিন পরিবর্তন এনেছে টাইগাররা। শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানার পরিবর্তে নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
এ দিন টস হেরে শুরুতেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে সৌম্য সরকারকে নিয়ে মাঠে নামেন তানজিদ হাসান। ধারাবাহিক দুই ম্যাচে ভালো খেলা তানজিদ এদিন শূন্য হাতে ফিরে যান। আলজারি জোসেফের দ্বিতীয় ওভারে রাদারফোর্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন এই ওপেনার।
পরে জোসেফের বলে তিনে নেমে শূন্য হাতে ফিরে যান লিটন দাসও। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নেন সৌম্য। কিছুটা দেখে শুনেই খেলেছেন এই দুই ব্যাটার।
সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে এবার দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন মেহেদি মিরাজ। দ্বিতীয় ম্যাচে রান তুলতে না পারলেও তৃতীয়টিতে হাফ সেঞ্চুরি তুলেছেন টাইগার কাপতান। ৫৬বলে অর্ধশতক তুলতে ৬টি বাউন্ডারি ও এক ওভার বাউন্ডরিতে সাজান তার ইনিংস। অবশ্য অধিনায়কের পথ ধরে সৌম্যও তুলে নেন নিজের অর্ধশতক। ৫৮ বলের খরচায় ৩ চার ও ৩ ছক্কার মার খেলেন তিনি। মোতির বলে লেগ বিফর উইকেটের ফাঁদে মাঠ ছাড়ার আগে ৭৩ বলে ৭৩ রান তুলে নেন এই ওপেনার। তার যাওয়ার সময় তিন উইকেটে হারিয়ে দলীয় স্কোর দাড়ায় ১৪৫ রান। এরপর অধিনায়ককে সঙ্গ দিতে আসেন আফিফ।
আরটিভি/এমএম
মন্তব্য করুন