টিভিতে আজকের খেলা
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। এ ছাড়াও শুক্রবার (১৩ ডিসেম্বর) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
ক্রিকেট
২য় টি-টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
রাত ১০টা, স্পোর্টস ১৮-১
হ্যামিল্টন টেস্ট-১ম দিন
নিউজিল্যান্ড-ইংল্যান্ড
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস ৫
ব্রিসবেন টেস্ট-১ম দিন
অস্ট্রেলিয়া-ভারত
আগামীকাল সকাল ৬টা ২০ মিনিট, স্টার স্পোর্টস ১
ফুটবল
বুন্দেসলিগা
ফ্রাইবুর্গ-ভলফসবুর্গ
রাত ১টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২
আরটিভি/এসআর
মন্তব্য করুন
আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে জায়গা পেল বাংলাদেশ
লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রচুর সমর্থক রয়েছে বাংলাদেশে। তবে কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আলাদাভাবে চিনেছে ফুটবল বিশ্বকাপ। কারণ, আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা এতটাই অভিভূত ছিল যে বিশ্বকাপ জয়ের উৎসবে দেশটিতে উড়েছে বাংলাদেশের পতাকাও।
এ ছাড়াও বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। এবার লাল-সবুজের বাংলাদেশকে আরও একবার চমক দিয়েছে আর্জেন্টাইনরা।
শুক্রবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড এক্সে নতুন জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যেখানে দেখা যায় নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন লিওনেল মেসি ও ডি পলরা।
আলবিসেলেস্তেদের নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।
মূলত, ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএ’র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ জার্সিটি তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশকেও রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ভিডিওর ৪৮-৪৯তম সেকেন্ডে দেখা যায় দেওয়ালে ঝোলানো একটি টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও। যে ভিডিওতে রয়েছে বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজার হাজার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক। যে ভিডিওটি কাতার বিশ্বকাপ চলাকালে ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে।
এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই মাঠ মাতাবে মেসিরা।
আরটিভি/এসআর-টি
তুমি কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না: মেসি
গত দুই দিন আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও দুর্বল প্যারাগুয়ের কাছে ২-১ গোলের ব্যবধানে হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ঝেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ম্যাচের ৩৩ মিনিটের ঘটনা। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার হলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি মেসির। বিরতির সময় মাঠেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভিডিওতে মেসির ক্ষোভ প্রকাশ করা বোঝা গেলেও, রেফারিকে ঠিক কি বলেছিলেন তা এতদিন ছিল অজানা। তবে ম্যাচের দুই দিন পর জানা গেল সেই সময় রেফারিকে কি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
মেসি সে সময় রেফারিকে বলেছিলেন, তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না। নিজেদের এক্স অ্যাকাউন্টে মেসি ও রেফারির সেই কথোপকথনের ভিডিও পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে এসবিএস স্পোর্টস। এমন আচরণের জন্য শাস্তিও হতে পারে মেসির, পেতে পারেন নিষেধাজ্ঞা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও রেফারিকে কাঠগড়ায় তুলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
আরটিভি/ এসআর
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল ড্র করলেও প্যারাগুয়ের কাছে হেরেছিল আর্জেন্টিনা। ভোরে আবারও মাঠে নামবে দুই দল। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে এবং আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। এই ম্যাচ দিয়ে ২০২৪ সালের আন্তর্জাতিক মিশন শেষ করবে এই দুই ফুটবল পরাশক্তি।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেস লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। আর ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সম্প্রতি নিজেদের শেষ পাঁচ ম্যাচে তারা তিন ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে দুই ম্যাচে ছিল হার। এক ম্যাচে ড্র। শেষ তিন অ্যাওয়ে ম্যাচেই জয়বঞ্চিত লিওনেল স্কালোনিরা। বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলে সবার ওপরে থাকলেও তাই খুব একটা স্বস্তি নেই আর্জেন্টাইন শিবিরে।
নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিরা প্যারাগুয়ের কাছে হেরে ২-১ গোলে হেরেছিল। ফলে পেরু ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই।
আর্জেন্টিনার মতো নিজেদের সবশেষ ম্যাচে জয়হীন ছিল ব্রাজিলও। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে দরিভাল জুনিয়রের শিষ্যরা। চলতি বছরের শেষ ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।
উরুগুয়ের বিপক্ষে সবশেষ লড়াইয়ে হেরেছে সেলেসাওরা। কোপা আমেরিকার সেই ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ব্রাজিল। ১১ ম্যাচে ব্রাজিলের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে উরুগুয়ে। ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে আছে পেরু।
এদিকে লাতিনের দু’পরাশক্তির এ ম্যাচটি দেখতে মুখিয়ে আছে এশিয়া মহাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ দু’টি ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো Sportzfy এবং yallashoot tv অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন।
আরটিভি/এসআর-টি
চমক রেখে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বিসিবির
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে মনোযোগ দিয়েছে বিসিবি। যার অংশ হিসেবে অনূর্ধ্ব-১৯, এইচপি এবং বাংলা টাইগার্সকে নিয়ে একাধিক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল।
চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটাররা। এই সফরে দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। এই সফরকে সামনে রেখে আজ (মঙ্গলবার) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
আগামী ২১ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৭ দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
আগামী ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৬ এবং ২৮ নভেম্বর। এরপর ১ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম তিন দিনের ম্যাচ, পরের দুটি ম্যাচ ৬ এবং ৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড: ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসাইন, ফারহান সাদিক, অদ্রিতো ঘোষ, আহসানুল হক মাহিম, রাকিবুল হোসেন, রাকিব খান, মেহেনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আশিক, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন, আল রাফি এবং সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মুবাসির ইসলাম, ফাইয়াজ রহমান এবং কাউসার আহমেদ।
আরটিভি/এসআর/এস
মেসির রেকর্ড, জয়ে ফিরল আর্জেন্টিনা
প্যারাগুয়ের বিপক্ষে হারের পর এবার পেরুকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করে রেকর্ড করেছেন লিওলেন মেসি।
বুধবার (২০ নভেম্বর) বছরের শেষ ম্যাচে ঘরের মাঠ বুয়েনস আয়ার্সে এ জয় পায় স্ক্যালোনির দল।
এদিন পেরুর বিপক্ষে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড় ইনজুরিতে পড়ায় অ্যাতলেটিকো মাদ্রিদের সিমিওনেও দলে জায়গা পান। তবে পেরুর বিপক্ষে মাঠে তার কোনও অবদান ছিল না। ম্যাচের প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসিরা।
দ্বিতীয়ার্ধের দশম মিনিট ও ম্যাচের ৫৫তম মিনিটে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। ডি-বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রস হাফ ভলিতে গোল করেন তিনি। এর পরেও একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসি-মার্টিনেজরা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।
পেরুর বিপক্ষে ক্যারিয়ারের ৩৭৯তম এসিস্ট করে রেকর্ড করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের ৫৮টি এসিস্ট করলেন তিনি। এতে যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন তিনি। এর আগে মেসির সমান এসিস্ট করেছেন আমেরিকার লান্ডন দোনোভান।
বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
আরটিভি/এসএপি
পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রোহিত-কোহলিদের পাকিস্তানে পাঠাবে না এ কথা আগেই জানিয়ে দিয়েছে ভারত। এদিকে পিসিবিও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে চায় না। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ। এর মাঝেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আরেকটি টুর্নামেন্টে নাম প্রত্যাহার করেছে ভারত।
আগামী ২৩ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টটি অংশগ্রহণের জন্য দলকে অনুমতি দেয় ভারত সরকার। দেশটির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার সচিব শৈলেন্দ্র যাদব।
তিনি বলেন, এবার আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না দল। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ দৃষ্টিহীন ক্রিকেটারদের দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। ফলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে ভারতকে।
শৈলেন্দ্র যাদব আরও বলেন, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ২৫ দিনের অনুমতি চেয়েছিলাম। কিন্তু প্রতিযোগিতার দিন কাছে চলে এলেও অনুমতি পাইনি। তাই ফোন করেছিলাম। তখন জানিয়েছে, অনুমতি দেওয়া হবে না। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে। মন্ত্রণালয়ের এই নির্দেশের পর আমরা বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছি।
ভারতের আগে এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়েয় নিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অর্থাৎ, মোট চারটি দল বিশ্বকাপে খেলবে না। তবে ভারত অংশ না নিলেও দৃষ্টিহীনদের এই বিশ্বকাপ নির্ধারিত সময়ে শুরু হবে বলে জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান।
দেশটির দৃষ্টিহীন ক্রিকেট বিভাগের নির্বাহী সৈয়দ সুলতান শাহ জানান, বাকি সব দেশ পাকিস্তানে বিশ্বকাপের জন্য আসছে। যদি একটা দল না আসে, তা আমাদের প্রস্তুতিতে বাঁধা দেবে না।
আরটিভি/এসআর-টি
গোপালগঞ্জ থেকে আইপিএলের নিলামে জায়গা করে নেওয়া কে এই সাকিব?
গত আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিয়ে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিলাম শেষে ‘সাকিব হুসাইন ইজ নাইট’ ফেসবুকে এভাবেই অখ্যাত এক ক্রিকেটারকে পরিচয় করিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যার কারণে অনেকেই বিভ্রান্ত হয়েছিল। তারপরই জানা যায় ভারতীয় এই সাকিবের আসল পরিচয়।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল ছাড়াও আরও একটা জায়গায় কিছুটা ভড়কে যেতে পারেন পাঠকরা। ভারতের সাকিব হুসাইনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তবে সেটা বাংলাদেশে নয়, ভারতের বিহারে গোপালগঞ্জ নামে একটি জেলা আছে। সেখানেই জন্ম এই পেসারের।
আসন্ন আইপিএলের মেগা নিলামেও রয়েছেন সাকিব। এবারের তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। আগের বার ২০ লাখ ভিত্তি মূল্যতে তাকে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মঞ্চে উঠে আসার অনেক লড়াই আর সংগ্রাম করতে হয়েছে সাকিব হুসাইনকে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সাকিব পাড়ার টুর্নামেন্ট খেলে নিজের খরচের পাশাপাশি পরিবারের উপার্জনেও ভূমিকা রাখতেন।
২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগ দিয়ে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় সাকিবের। দুর্দান্ত সুইংয়ের পাশাপাশি চমৎকার গতি ও লাইন-লেন্থ অনুসরন করে বল নির্বাচকদের নজর কাড়েন তিনি। অনূর্ধ্ব ১৯ বিহার টিমে সুযোগ পেয়ে যান সাকিব। সেখানে পারফর্ম করে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে ঘষামাজা করার সুযোগ পেয়ে যান।
যার ফলে ২০২২ সালে মুস্তাক আলি ট্রফিতে আবারও বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। সেখানেও পারফর্ম করেন। গুজরাটের বিপক্ষে ২০ রান দিয়ে নেন চারটি উইকেট। এরপরই আইপিএল টিমগুলোর নজরে পড়ে যান সাকিব। অনেকেই তাকে নেট বোলার হিসেবে যোগ দিতে প্রস্তাব করেছিল বলে জানা যায়।
কিন্তু সাকিব বেছে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির টিম চেন্নাই সুপার কিংসকে। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের নেটে বল ঘুরিয়েছেন। পরের বছরই তাকে দলে নেই কলকাতা নাইট রাইডার্স। মাঠে নামতে না পারলেও তারকা ক্রিকেটারদের সঙ্গে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে দারুণ ফর্মে ছিলেন। পাঞ্জাবের বিপক্ষে ১১৪ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা।
তাই আশা করা যাচ্ছে, এবারও তার দিকে নজর থাকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির। গত বছর এক সাক্ষাৎকারে সাকিব বলছিলেন, আইপিএলের পুরো টাকাটাই পরিবারের হাতে তুলে দেব। ওরা যা খুশি তাই করতে পারে। আমি শুধু বল করার নির্দিষ্ট জুতা এবং বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম কিনব।
আরটিভি/এসআর