• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭
এমবাপ্পে
ছবি-এএফপি

গত অক্টোবরে সুইডেনের রাজধানী স্টকহোমে দুই দিনের জন্য গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এ সময় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। তবে দুই মাস পর এসে সেই ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসী এই তারকা।

সুইডেনের যে প্রসিকিউটর এই মামলার তদন্ত করছিলেন, তিনি এমবাপ্পের বিপক্ষে অভিযোগ তুলে নিয়েছেন। কারণ, এমবাপের বিপক্ষে অভিযোগ গঠন করার মতো কোনো কিছুই পাননি তিনি।

অক্টোবরে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু করা হলেও, ওই সময় সুইডিশ প্রসিকিউটররা সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি। তবে একাধিক সুইডিশ সংবাদমাধ্যম, রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হওয়ার কথা নিশ্চিত করে।

এমবাপ্পের প্রতিনিধিরা অবশ্য এই অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেন। তাদের মতে এটা পুরোপুরি মিথ্যা এবং গুজব। এমনকি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে একই কথা বলেন এমবাপ্পে। তার ভাষ্য, তিনি স্টকহোমে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।

সিরাকোভা বলেন, তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই।

এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হয়েছে। পাশাপাশি সেই পরিচিত ব্যক্তি, অর্থাৎ এমবাপ্পের কোনো ধরনের অপরাধে সংশ্লিষ্ট না থাকার কথাও নিশ্চিত করেন তিনি।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আরও ৮ মামলায় গ্রেপ্তার
রাব্বি হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস