• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইয়ামালের মাঝে নিজেকে খুঁজে পাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১
মেসি
ছবি- সংগৃহীত

খুব অল্প সময়ের মধ্যেই বার্সেলোনা ও স্পেনের হয়ে ফুটবলে আলো ছড়িয়েছেন লামিন ইয়ামাল। এরই মধ্যে বেশ কিছু রেকর্ড-কীর্তি গড়ে বিশ্ব ফুটবলে বর্তমানে সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজন তিনি। তার মাঝে লিওনেল মেসির ছায়া দেখেন অনেকে। একই কথা বলেছেন মেসি নিজেও।

সম্প্রতি জার্মানিতে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের সদর দপ্তরে একটি ইভেন্টে নতুন প্রজন্মের একজন খেলোয়াড়ের নাম জানতে চাওয়া হয় মেসির কাছে। এই ফুটবল কিংবদন্তি তুলে ধরেন ইয়ামালের কথা।

মেসি বলেন, তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে। তাদের সামনে অনেক বছর পড়ে আছে। যদি কাউকে বেছে নিতে হয়, সেটা বয়স ও ভবিষ্যতের কারণে, আমি শুনেছি অনেকেই লামিনে ইয়ামালকে বেছে নিয়েছে, কোনো সন্দেহ নেই আমিও তাই নেব।

তিনি আরও বলেন, আমি একমত। তবে এটা তার ওপর এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই। কিন্তু নিঃসন্দেহে তার দারুণ ভবিষ্যৎ রয়েছে।

মাত্র সাত বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া ইয়ামালের মূল দলে অভিষেক হয় ১৫ বছর বয়সে। এরই মধ্যে ক্লাবের হয়ে ৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। গত ইউরোতে স্পেনের শিরোপা জয়েও রেখেছেন বড় অবদান।

তাই সবশেষ ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জেতেন তিনি। কিছুদিন আগে সবচেয়ে কম বয়সে জেতেন ‘গোল্ডেন বয়’ পুরস্কার।

২০২১ সালে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়েন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ক্যাম্প ন্যুয়ে ২১ বছরের অধ্যায়ে রেকর্ড ৩৪টি শিরোপা জেতেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ও গোলের রেকর্ডও তার।

মেসি ক্লাব ছাড়ার পর গত কয়েক বছরে খুব একটা সাফল্য পায়নি বার্সেলোনা। জার্মান কোচ হান্সি ফ্লিকের কোচিংয়ে এই মৌসুমে এখন পর্যন্ত লা লিগার শীর্ষে আছে তারা। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে উঠে এসেছে দুই নম্বরে।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপে
ঘুষ কেলেঙ্কারিতে চীনের ফুটবলারের ২০ বছর কারাদণ্ড
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবলের ৭ ধাপ উন্নতি 
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব: ফিফার ঘোষণা