বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
গত বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। এরপর ৩৬৯ দিন পর মাঠে ফিরলেও দুই ম্যাচও খেলতে পারেননি তিনি। পুরোপুরি মাঠে ফিরতে আরও সময়ে লাগবে বলে জানিয়েছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
মূলত, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই তারকা ফুটবলারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না তারা। এবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার জানিয়েছেন নেইমার। সম্প্রতি ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে নামা এবং দেশকে বিশ্বসেরার আসনে পৌঁছে দেওয়া।
নেইমার বলেন, বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি তিনটি বিশ্বকাপ খেলেছি এবং চতুর্থবারের মতো খেলতে চাই। এখন আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।
নেইমার ইতোমধ্যে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। তবে তার বিশ্বকাপ যাত্রা চ্যালেঞ্জে পরিপূর্ণ। ২০১৪ সালে পিঠের চোটের কারণে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি এবং সেই ম্যাচে ব্রাজিল ১-৭ গোলের লজ্জাজনক পরাজয়ের শিকার হয়।
২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে নেইমারের স্বপ্ন ভেঙে যায়।
নেইমার ফুটবল ইতিহাসে এক অসাধারণ প্রতিভা হিসেবে পরিচিত। সান্তোস, বার্সেলোনা এবং প্যারিস সেন্ট-জার্মেইতে তার উজ্জ্বল ক্যারিয়ার ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে বর্তমানে আল-হিলালে খেলার সময় চোটের কারণে নিজের সেরা ফর্ম দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরির পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন নেইমার।
সবঠিক থাকলে আগামী বছর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে মাঠে নামবে নেইমার। আর নিজেকে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত করবেন তিনি।
আরটিভি/এসআর
মন্তব্য করুন