বুমরাহর ফাইফার, হেড ও স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪০০
ব্রিজবেনে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় দিনটি নিজেদের করতে পারেনি ভারত। সফরকারীদের বোলাররা দিনের প্রথম সেশনে দাপট দেখালেও দ্বিতীয় ও শেষ সেশনে ছিলেন ব্যর্থ। শেষ দুই সেশনে দাপুটে ব্যাটিং দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪০৫ রান তুলেছে স্বাগতিকরা। চলতি সিরিজে দ্বিতীয় ও টেস্ট ক্যারিয়ারের ১২তম ফাইফার করেছেন জাসপ্রিত বুমরাহ।
তৃতীয় টেস্টে গাবা স্টেডিয়ামে বৃষ্টি বাগড়ায় শনিবার (১৪ ডিসেম্বর) প্রথম দিনে মোটে ১৩.২ ওভার খেলা হয়েছিল। টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৮ রান নিয়ে দিন শেষ করেছিল। রোববার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৪৭ রান যোগ করতেই ৩ টপ-অর্ডার উসমান খাজা, নাথান ম্যাকসুইনি ও মারনাস লাবুশেনেকে হারায় অস্ট্রেলিয়া।
ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে খাজাকে ফেরান বুমরাহ। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নিজের পরের ওভারেই আরেক ওপেনার ম্যাকসুইনিকেও ব্যক্তিগত ৯ রানে তুলে নেন তিনি। আর ৫৫ বলে মাত্র ১২ রান করে নিতীশ কুমার রেড্ডির বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ হন লাবুশেন।
দলীয় ৭৫ রানে তিন উইকেট খুইয়ে দল যখন হতাশায় ধুঁকছিল, তখনি প্রতিরোধ গড়ে তোলেন হেড ও স্মিথ। চতুর্থ উইকেটে ২৪১ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা। স্মিথ টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি হাঁকিয়ে আউট হলে জুটি ভাঙে।
বুমরাহর বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দেয়ার আগে ১৯০ বলে ১০১ রান করেন স্মিথ। টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হলেন স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে ৪১টি সেঞ্চুরি হাঁকানোয় শীর্ষে রিকি পন্টিং।
দলীয় ৩১৬ রানে স্মিথের ফেরার পর ১১ রান যোগ করতেই আরও দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। বুমরাহর করা ৮৭তম ওভারে আউট হন মিচেল মার্শ ও হেড। কোহলির হাতে ক্যাচ হওয়ার আগে মার্শ করেন ১৬ বলে করেন মাত্র ৫ রান। ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১৬০ বলে ১৫২ রানের ইনিংস খেলেন হেড। এতেই ফাইফার পূর্ণ করেন বুমরাহ।
বেশিক্ষণ টিকতে পারেননি প্যাট কামিন্সও। মোহাম্মদ সিরাজের বলে ৩৩ বলে ২০ রান করে উইকেটের পেছনে পান্তের হাতে ক্যাচ হন অজি অধিনায়ক। দিন শেষে ৪৫ রান নিয়ে উইকেটে আছেন অ্যালেক্স কেরে ও ৭ রান নিয়ে আছেন মিচেল স্টার্ক।
ভারতের হয়ে ৭২ রানে ৫ উইকেট নেন বুমরাহ। ১টি করে উইকেট পান সিরাজ ও নিতীশ কুমার রেড্ডি।
আরটিভি/এমএম
মন্তব্য করুন