হ্যামিল্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বড় লিডের পথে নিউজিল্যান্ড
হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বড় লিড নেওয়ার পথে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট হাতে ব্লাক ক্যাপসদের শাসনে দিশেহারা হয় ইংল্যান্ডের বোলিং লাইন-আপ। পরে স্বাগতিকদের বোলিং আগ্রাসনে একদিনেই গুটিয়ে যায় ইংলিশদের প্রথম ইনিংস।
সোমবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে খেলা শুরু করা নিউজিল্যান্ড দশম উইকেটে করে ৪৪ রানের জুটি। ফলে ৩৪৭ রানে শেষ হয় কিউইদের প্রথম ইনিংস।
আগের দিনে ৫০ রানে অপরাজিত থাকা নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার আউট হওয়ার আগে সোমবার (১৬ ডিসেম্বর) যোগ করেন আরও ২৬ রান। ১১ নম্বরে নামা ও’রর্কে অপরাজিত ছিলেন ৫ রানে।
নিউজিল্যান্ডের ৩৪৭ রানের জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারায় ইংল্যান্ড। স্কোর বোর্ডে ৮৭ রান তুলতেই ৫ উইকেট হারায় ইংলিশরা। ষষ্ঠ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৫২ রানের জুটি করেন বেন স্টোকস ও অলি পোপ। ৪৩ বলে ২৭ রান করেন স্টোকস। অলি পোপের ৪২ বলে ২৪ রান।
সর্বোচ্চ ৪২ বলে ৩২ রান করেন জো রুট। ওপেনার জ্যাক ক্রাউলি ১৪ বলে ২১, জ্যাকব বেথেল ৩৩ বলে ১২, ওপেনার বেন ডাকেট ১৩ বলে ১১ রান করেন। এক অংকে আটকে যান বাকি ৫ ব্যাটার। এরফলে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
স্বাগতিকদের হয়ে ৪৮ রানে ৪ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। ৩টি উইকেট শিকার করেন উইলিয়াম ও’রর্কে ও মিচেল স্যান্টনার।
এরপর ২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩ উইকেটে ১৩৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এতে কিউইরা লিড পায় ৩৪০ রানের। ৫০ রান নিয়ে ক্রিজে আছেন কেন উইলিয়ামসন ও ২ রানে রাচিন রাবিন্দ্রা।
বল হাতে ইংল্যান্ডের হয়ে ৯০ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাথিউ পটস। ৬৬ রানে ৩ উইকেট নেন গাস অ্যাটকিনসন।
আরটিভি/এমএম-টি
মন্তব্য করুন