ভারতের নতুন অধিনায়কের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৪ মে ২০২৫ , ০৫:৪৭ পিএম


শুভমান গিল
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে অপেক্ষার প্রহর শেষ হলো। জাসপ্রিত বুমরাহকে পেছনে ফেলে টেস্টে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন ২৫ বছরের শুভমান গিল।শনিবার (২৪ মে) ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুভমান গিলের নেতৃত্বে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিরিজে গিলের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন রিশাভ পন্ত।

বিজ্ঞাপন

গিলকে অধিনায়ক করা ও টেস্ট স্কোয়াড ঘোষণা নিয়ে শনিবার (২৪ মে) মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। এ সময় তিনি বলেন, ‘হাতে থাকা প্রতিটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। গত এক বছর শুভমান গিলের দিকে নজর ছিল। একইসঙ্গে ড্রেসিংরুম থেকেও ফিডব্যাক পেয়েছি। পরিশেষে আমাদের আশা উপযুক্ত ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে।’  

ফলে মনসুর আলী খান পতৌদি (২১ বছর ৭৭ দিন), শচীন টেন্ডুলকার (২৩ বছর ১৬৯ দিন), কপিল দেব (২৪ বছর ৪৮ দিন) ও রবি শাস্ত্রীর (২৫ বছর ২২৯ দিন) পর পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক হলেন গিল।

বিজ্ঞাপন

২০২০ সালের ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় গিলের। অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির বোলিং আক্রমণের বিপক্ষে দুই ইনিংসে ৪৫ ও অপরাজিত ৩৫ রান করেন তিনি। আজিঙ্কা রাহানের নেতৃত্বে সে ম্যাচে ভারত ৮ উইকেটে জয় পায়। এখন পর্যন্ত ৩২ টেস্টে ৩৫.০৫ গড়ে ১৮৯৩ রান করেছেন গিল। নামের পাশে পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি সাতটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার। হেডিংলিতে আগামী ২০ জুন শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

আরও পড়ুন


 
ভারতের টেস্ট দল: 
শুভমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুধারসন, ইশ্বরন, করুণ, নীতিশ রানা, রবীন্দ্র জাদেজা, জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণা, আকাশ দীপ, আরশদীপ সিং, কুলদীপ যাদব

বিজ্ঞাপন

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission