টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন লুইস, ফিরেছেন ফ্লেচার
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সুবিধা না করতে পারলেও ওয়ানডেতে তিন এ তিন জয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলের। এবার ক্যারিবিয়ানদের নজর টি-টোয়েন্টি সিরিজের দিকে। তবে ইনজুরির কারণে নিয়মিত ক্রিকেটার সবাইকে পাচ্ছে না স্বাগতিকরা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার এভিন লুইস। তার জায়গায় সুযোগ পেয়েছেন ডান-হাতি ব্যাটার আন্দ্রে ফ্লেচার।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লুইস। তাই তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও ইনজুরি থেকে পুরোপুরিভাবে সুস্থ না হওয়ায় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন লুইস।
গত অক্টোবরে শ্রীলংকা সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ফ্লেচার। সিরিজে এক ম্যাচ খেলে মাত্র ৪ রান করেছিলেন তিনি। টি-টোয়েন্টিতে ২০০৮ সালে অভিষেক হয় ফ্লেচারের। দেশের হয়ে ৫৮ ম্যাচে ৬টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। সব মিলিয়ে ৯৮৪ রান করেছেন ৩৭ বছর বয়সী ফ্লেচার।
সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের তিনটি ম্যাচই একই ভেন্যু ও সময়ে শুরু হবে। যথাক্রমে তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।
আরটিভি/এমএম-টি
মন্তব্য করুন