• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ব্রিজবেনে বৃষ্টির বাগড়া, ৪ উইকেট হারিয়ে বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:২৭

ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ-শুরু হওয়ার ঘটনা ঘটেছে মোট ৮ বার। বৃষ্টির ইতিহাস গড়ার দিনে দুই দলের খেলা হয়েছে মোট ৩৩.১ ওভার। ভারত ভাগে পেয়েছে মাত্র ১৭ ওভার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে সফরকারী দল। ভারত এখনও পিছিয়ে ৩৯৪ রানে।

এর আগে, গাবা স্টেডিয়ামে সোমবার (১৬ ডিসেম্বর) ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১৮ রান যোগ করতেই মিচেল স্টার্কের উইকেট হারায় অজিরা। দিনের ১১ ওভার পর প্রথমবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। পুনরায় খেলা শুরু হলে নাথান লিয়ন ৩০ বলে ২ আর সর্বশেষ ৮৮ বলে ৭০ রানে আউট হন অ্যালেক্স কেরে। এতে ৪৪৫ রান নিয়ে থামে অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে ৭৬ রানে ৬ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ৪ রানে আউট হন ভারতীয় ওপেনার যসশ্বী জয়সওয়াল। মিচেল স্টার্কের বলে স্কয়ার লেগ অঞ্চলে মিচেল মার্শের হাতে ক্যাচ হন তিনি। তৃতীয় ওভারে ৩ বলে ১ রান নিয়ে একই পরিণতি হয় শুবমান গিলেরও। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে তাকেও মার্শের তালুবন্দি করেন স্টার্ক।

১৬ বলে মাত্র ৩ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন বিরাট কোহলি। উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন তিনি। টিকতে পারেননি রিশাভ পান্তও। ১২ বলে ৯ রান করেন। প্যাট কামিন্সের বলে তিনিও উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন অ্যালেক্স কেরের হাতে। এরপর রানের খাতা না খুলে উইকেটে আছেন রোহিত, ৩৩ রান নিয়ে আছেন লোকেশ রাহুল।

অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। কামিন্স ও হ্যাজেলউডের ঝুলিতে ১টি করে উইকেট।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ ভারতীয় নিহত
দুই দেশের জনগণের জন্য কল্যাণকর সম্পর্ক চায় ভারত: রণধীর
সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
ভারতের ভিসা নিয়ে মন খারাপ পরীমণির