যে রেকর্ড নিয়ে বছর শেষে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড সঙ্গী করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে সেই ম্যাচটি ৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা।
তাতে আরেকটি সুখবরও পেয়েছেন লিটনরা। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে বাংলাদেশের সঙ্গী হয়েছে ক্যারিবীয়রা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের হার সংখ্যা এখন ১০৭।
বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।
দুই দলের জন্যই গুরুত্ব পাচ্ছে ম্যাচটি। কারণ, তিন ম্যাচের সিরিজটা যারা হারবে, তারা বছরটা শেষ করবে রেকর্ডটা সঙ্গী করেই।
সারা বছর জুড়ে শেষ দিকে এসে হিসেব মেলাতে গেলে বিব্রতকর অবস্থায় রয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে এ বছর সবচেয়ে বেশি ম্যাচে হারের তালিকায় নাম লিখিয়েছে পাকিস্তান ও আফ্রিকার দেশ রুয়ান্ডা। পাকিস্তান এবং রুয়ান্ডা উভয়ই সর্বোচ্চ ১৬টি করে ম্যাচ হেরেছে।
৭ বছর আগে আইসিসির সহযোগী সদস্যপদ পায় রুয়ান্ডা। তবে রুয়ান্ডার চেয়ে ৩টি ম্যাচ বেশি খেলেছে পাকিস্তান। ২৪ ম্যাচে ৮ জয় ও ১৬ হার রুয়ান্ডার। পাকিস্তান ১৬ হার ও ৯ জয়ের পথে খেলেছে ২৭ ম্যাচ।
২৪ ম্যাচে ১৪ হার নিয়ে দুইয়ে আছে জিম্বাবুয়ে। তারা জিতেছে ১০ ম্যাচে। ১০ জয় পেলেও ১২ হার নিয়ে তালিকার তিনে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ২৩ ম্যাচে ১১ হার নিয়ে চারে। ১২ ম্যাচ জিতেছে প্রোটিয়াসরা। হারের তালিকায় পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ ম্যাচে ১০ হার ও ১৪ জয় ক্যারিবীয়দের।
বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ হেরে যায়, তবে ২০২৪ সালের শেষে এসে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ হারা দল হবে তারাই।
আরটিভি/এমএম-টি
মন্তব্য করুন