• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

রাহুল-জাদেজার ব্যাটিংয়ে ফলোঅন এড়িয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:২৫
ছবি- সংগৃহীত

ব্রিজবেনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাব দিতে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় ছিল ভারত। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার লড়াইয়ে শেষ পর্যন্ত ফলোঅন এড়িয়েছে সফরকারীরা। ফলোঅন করাতে ভারতীয়দের ২৪৬ রানের মধ্যে আটকাতে হতো স্বাগতিক অস্ট্রেলিয়ার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্রিজবেনের গাবা স্টেডিয়ামে ৯ উইকেটে ২৫২ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ভারত। উইকেটে আছেন আকাশ দিপ ও জাসপ্রিত বুমরাহ। বৃষ্টির বাধায় কয়েকবার খেলা বন্ধ হয়। পরে আলো স্বল্পতার কারণে খেলা আগেই শেষ করতে হয়। এখনও ১৯৩ রানে পিছিয়ে ভারত।

স্বাগতিকদের দেওয়া ৪৪৫ রানের জবাব দিতে নেমে ৪ উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। দলীয় ২৩ রানে যোগ করতেই আউট হন রোহিত শর্মা। ২৭ বলে ১০ রান করে প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন ভারতীয় অধিনায়ক।

ষষ্ঠ উইকেটে ৬৭ রানের জুটি করেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। এটিই প্রথম ইনিংসে ভারতের সবচেয়ে বড় জুটি। ১৩৯ বলে ৮৪ রান করেন রাহুল। দলীয় ১৪৭ রানে অজি স্পিনার নাথান লিয়নের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন ভারতীয় এই ওপেনার।

সপ্তম উইকেটে নিতীশ কুমার রেড্ডিকে নিয়ে ৫৩ রানের জুটি করেন জাদেজা। রেড্ডি ৬১ বলে ১৬ রান করে বোল্ড হন কামিন্সের বলে।

দ্রুত বিদায় হন মোহাম্মদ সিরাজ। ১১ বলে ১ রান করে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে কেরের হাতে আটকা পড়েন তিনি। জাদেজা ১২৩ বলে ৭৭ রান করে কামিন্সের শিকার হন।

দশম উইকেটে বুমরাহ ও আকাশ দিপের ৩৯ রানের অপরাজিত জুটিতে বাধা পার হয় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট শিকার করেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ৩ ও ১টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও নাথান লিয়ন।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন: ডা. রফিক
মোদির বিতর্কিত পোস্ট, যে বার্তা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
শেখ হাসিনাকে ভারত ছাড়া কোনো দেশই সমর্থন করেনি: রিজভী