• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

জুলাইয়ে সাফ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল, আয়োজক বাংলাদেশই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
ছবি- সংগৃহীত

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর নতুন সূচি অনুযায়ী জুলাই মাসে সাফ অনূর্ধ্ব–২০ নারী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাফের কম্পিটিশন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশই। ২০২৫ সালের ১ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। আয়োজক হিসেবে বাংলাদেশের নামও ঘোষিত হয়েছিল। কিছুদিন আগে সেটি স্থগিত করে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ২০২৫ সালের সূচি পুনর্বিন্যাসের কারণেই সাফ কর্তৃপক্ষ ২০২৫ সালে অনুষ্ঠেয় নিজেদের সব প্রতিযোগিতার নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছিল।

এএফসির বয়সভিত্তিক প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব হিসেবে সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলো হয়ে থাকে। তাই এএফসির সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের সূচি ঠিক করা হয়।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন বছরে সাবিনাদের জন্য থাকছে প্রীতি ম্যাচ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবলের ৭ ধাপ উন্নতি 
মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নারী হাফেজের সাফল্য
সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিলো সেনাবাহিনী