• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

ওয়েস্ট ইন্ডিজকে সহজ লক্ষ্য দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১১
বাংলাদেশ
সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের সহজ লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন। ৪ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন তিনে ব্যাট করতে নামা তানজিদ তামিম। তবে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন মিরাজ।

তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ১১ রানে সৌম্য রান আউট হলে ২৬ রান করে তার দেখানো পথে হাঁটেন মিরাজ। এরপর রিশাদ ৫ রানে আউট হলে দলীয় ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জাকের আলীও। ২১ রান করেন তিনি। ১১ বলে ১১ রান করে মাহেদী। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন শামীম হোসেন পাটোয়ারী। তানজিম সাকিবের ৯ রান এবং শামীমের ১৭ বলের ৩৫ রানের ক্যামিওতে ১২৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট শিকার করেন গুড়াকেশ মোতি। এ ছাড়াও রোস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয় একটি করে উইকেট নেন।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ ডিসেম্বর)
বাংলাদেশকে সাড়ে ৬৪ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ
সীমান্তে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন: ডা. রফিক