বৃষ্টি বাধায় ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ড্র
ব্রিসবেনে ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে তৃতীয় টেস্ট জমে উঠলেও খারাপ আবহাওয়ার কারণে ড্র দিয়েই শেষ করতে হলো ম্যাচটি। ভারতীয় বোলারদের দাপুটের পঞ্চম দিনটি বাধা হয়ে দাঁড়ায় ব্রিসবেনের আবহাওয়া। শেষদিনে জয়ের জন্য ২৭৫ রান করতে হতো ভারতকে। সিরিজের ফল এখনও ১-১। পরের টেস্ট মেলবোর্নে।
বুধবার (১৮ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮ রান করে রোহিত শর্মারা। তারপরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ ড্র বলে ঘোষণা করেন আম্পায়াররা।
এরআগে বৃষ্টি মাথায় নিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট শুরু করেছিল ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে ৪৪৫ রান করেছিল স্বাগতিকরা। স্টিভ স্মিথ ১০১ ও ট্র্যাভিস হেড করেন ১৫২ রান। ৬ উইকেট শিকার করেছিলেন বুমরাহ।
পঞ্চম দিনে ভারতের ইনিংস থেমে যায় ২৬০ রানে। ৩১ রান করে আউট হন আকাশ দীপ। ১০ রান নিয়ে অপরাজিত থাকেন বুমরাহ। প্রথম ইনিংসে ১৮৫ রানে পিছিয়ে ছিল সফরকারীদল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগ্রাসী ছিলেন না অজিরা। ভারতীয় বোলারদের তাণ্ডবে ব্যক্তিগত ৮ আর দলীয় ১১ রানে খাওয়াজা ফিরলে প্রথম ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মার্নাস ল্যাবুশেন ৯ বলে ১ রানে ফেরেন। এই দুইটি উইকেট পেয়েছিলেন বুমরাহ। ম্যাকসুয়েইনি ৪ রানে আর মিচেল মার্শকে ২ রানে ফেরান আকাশ দীপ।
এরপর স্টিভ স্মিথকে ফিরিয়ে উইকেট শিকারের মিছিলে যোগ দেন মোহাম্মদ সিরাজ। ৩৩ রানেই অস্ট্রেলিয়া হারায় ৫ উইকেট। অ্যালেক্স কেরি-ট্রাভিস হেড জুটি টিকেছিল দলীয় ৬০ রান পর্যন্ত। হেডকে ১৭ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান সিরাজ।
অধিনায়ক কামিন্স দুই ছক্কা আর দুই চারে ১০ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। বুমরাহর বলে কামিন্সের আউট হওয়ার সময় দলীয় স্কোর ছিল ৮৫ রান। আর ৭ উইকেটে ৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। ভারতের সামনে দাঁড়ায় ২৭৫ রানের লক্ষ্য।
আরটিভি/এমএম
মন্তব্য করুন