• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৮
ছবি- সংগৃহীত

ক্যারিবিয়ানদের মাটিতে সিরিজটা হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। টেস্টে প্রথমটিতে হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় টিম টাইগাররা। পরে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ ভক্তদের কাঁদিয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্তভাবে ফিরে এসেছে তারা। এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো এই ফরম্যাটে পেয়েছে সিরিজ জেতার স্বাদ।

বুধবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য বেশ বিপদেই ছিল লিটন বাহিনী। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলেতে রানের প্রবাহ নেই বললেই চলে। রান খরায় ভুগতে থাকা লিটন দাসের জন্য আর্নস ভেলের ২২ গজ আরও দুর্বোধ্য হয়েছিল। সেই লিটন আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনেকটা সাহস দেখিয়ে ওপেনিংয়ে ফিরেছেন। কিন্তু ব্যাট হাতে আকিল হোসেনের বলে স্ট্যাম্পড হওয়ার আগে করতে পেরেছেন মাত্র ৩ রান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সেই কথাই বলেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক, ‘শুধু আমি নই, বাংলাদেশের মানুষ আজ খুব খুশি। আমরা এমন জয়ের দিকেই তাকিয়ে ছিলাম। যখন আমি প্রথম বলটা খেললাম, তখনই বুঝতে পারলাম, এই পিচে ব্যাট করা খুব কঠিন হবে।’

ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার দিনে আত্মবিশ্বাসী ছিলেন শামীম হোসেন। এই সিরিজ দিয়েই প্রায় এক বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন শামীম। প্রথম টি-টোয়েন্টিতে (১৬ ডিসেম্বর) ১৩ বলে ২৭ রান করেন তিনি। আজ অবদান আরও বেশি। ২০৫.৮৮ স্ট্রাইক রেটে ১৭ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন শামীম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে। ’

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের করা ১২৯ রানই যথেষ্ট প্রমাণিত হয়েছে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১০২ রানে। বল হাতে তৃতীয় ওভারে দুই উইকেট এনে দেন তাসকিন আহমেদ। এরপর নিয়মিতই উইকেট নিয়েছেন বোলাররা, ক্যারিবীয়রা অলআউট হয় ১০২ রানে। ম্যাচশেষে তাদের কৃতিত্ব দিতেও ভুলেননি অধিনায়ক লিটন।

তিনি বলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও। ’

আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবে লিটনরা।

২০১৮ সালেও ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই সিরিজের শেষ দুটি ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে।

আরটিভি/এমএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার রহস্য প্রকাশ করলেন লিটন
লিটনের চোখ এবার সিরিজ জয়ে
শামীমের ক্যামিওতে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা টাইগার অধিনায়কের