• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

আঙুলে চোট, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে সৌম্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১
ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচে আঙুলে গুরুতর চোট পেয়েছেন সৌম্য সরকার। এই চোটের কারণে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ব্যাটার। তাই পরের ম্যাচে থাকছেন না তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে গুরুতর চোট পেয়েছিলেন সৌম্য সরকার। এতে আঙুলে পাঁচ সেলাই পড়ে ।

আঙুলের চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সৌম্য। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভার চলা কালে তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ উঠেছিল। সেখানে ফিল্ডিং করছিলেন সৌম্য সরকার। তবে দ্রুত গতিতে আসা সেই বল লেগে আঙুলে গুরুতর চোট পান এই টাইগার ব্যাটার।

যন্ত্রণায় মাঠেই কাতরাতে দেখা যায় তাকে। পরে জাকের আলি অনিক এবং মেহেদী হাসান মিরাজের সাহায্যে মাঠ ছাড়েন তিনি।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৩ রান করেছিলেন তিনি। চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে করেছিলেন ৩২ বলে ৪৩ রানের ইনিংস। আজ দ্বিতীয় ম্যাচে রান আউট হওয়ার আগে করেছেন ১৮ বলে ১১ রান।

এদিন সৌম্যকে হারালেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২৯ রানের লক্ষ্য দিয়ে স্বাগতিক দলকে ১০২ রানে আটকে দেয় টাইগাররা। সফরকারী বাংলাদেশ জয় পায় ২৭ রানে।

আঙুলের চোটের কারণে আসন্ন বিপিএলেরও প্রথম ভাগের বেশ কিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন টাইগার এই ব্যাটার। বিপিএল শুরু আগামী ৩০ ডিসেম্বর।

আরটিভি/এমএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনজুরিতে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা রোমেরো
নতুন মাইলফলক স্পর্শ করলেন সৌম্য সরকার
বিতর্কিত নট-আউট নিয়ে যা বললেন সৌম্য সরকার