কারাবাও কাপের শেষ চার নিশ্চিত করেছে আর্সেনাল-লিভারপুল
ইংলিশ কারাবাও কাপে সেমিফাইনালে উঠেছে আর্সেনাল ও লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন গাব্রিয়েল জেসুস।
বুধবার (১৮ ডিসেম্বর) ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৪ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে গোল করেন জ্যাঁ ফিলিপ মাতেতা। এতে সফরকারীরা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
গানাররা সেই গোল শোধ করে ৫৩ মিনিটে। দলকে সমতায় ফেরানোর পর ৭৩ ও ৮১ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলীয় ফরওয়ার্ড জেসুস।
৮৫ মিনিটে আরও একটি গোল করে ক্রিস্টাল। এতে ব্যবধান কমে আসে ৩-২ এ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় সহজ জয়েই শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে আর্সেনাল।
রাতের অন্য ম্যাচে সাউথাম্পটনকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় এদিন লিভারপুলের ডাগআউটে দাঁড়াতে পারেননি কোচ আর্নে স্লট।
সাউথাম্পটনের ঘরের মাঠ সেইন্ট ম্যারি স্টেডিয়ামে ২৪ মিনিটে লিভারপুলের হয়ে গোল করেন দারউইন নুনেজ। পরে হারভি ইলিয়টের ৩২ মিনিটের গোলে ২-০ তে লিড নেয় সফরকারীরা।
৫৯ মিনিটে স্বাগতিকরা একটি গোল পরিশোধ করে। সাউথাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন ক্যামেরুন আর্চার।
লিভারপুল ও আর্সেনাল ছাড়াও কারাবাও কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড।
আরটিভি/এমএম
মন্তব্য করুন