• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, অপরিবর্তিত বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:০৮
ছবি- সংগৃহীত

চলতি বছরের ২৮ নভেম্বর ঘোষণা করা হয়েছিল ফিফার র‌্যাংকিং। মাঝের এই সময়ে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তাই র‌্যাংকিংয়ে প্রভাব পড়েনি বাংলাদেশ ফুটবল দলের। ফলে সবশেষ ফিফা র‌্যাংকিংয়ে ১৮৫ নম্বরে থেকেই বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা। ফিফা উইন্ডো না থাকায় অনেক দেশেরই এই সময়ে ম্যাচ খেলা হয়নি। তাই বৃহস্পতিবার ফিফা ঘোষিত র‌্যাংকিং টেবিলে বেশির ভাগ দেশেরই অবস্থান অপরিবর্তিত।

এক থেকে ১০-এর মধ্যে আছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত এক ধাপ এগিয়ে এখন ১২৬ নম্বরে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ আগের মতোই ১৬২তম স্থানে, নেপাল ১৭৫ নম্বরে, ভুটান ১৮২ নম্বরে, পাকিস্তান ১৯৮ নম্বরে ও শ্রীলঙ্কা ২০০ নম্বরে।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের
টানা ৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন, জানা গেল কারণ
বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমোদন পেল হামজা 
হাজার মাইল পাড়ি দিয়ে গাছে আটকা পড়েছে বিরল প্রজাতির শকুন