• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রতীকী ছবি

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সময় শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে কিংস্টনে শুরু হওয়া এই ম্যাচটি স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে হেরে গেলে ঘরের মাঠেই লজ্জায় পড়বে রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ক্যারিবীয়রা।

অন্যদিকে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ ক্রিকেট দল প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করেছে। তাই সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয় পেলে স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৪৭ রান করেও শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানে জয় পায় বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ১২৯ রানের মামুলি স্কোর নিয়েও তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও মেহেদি হাসানদের দায়িত্বশীল বোলিংয়ে ২৭ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় একাদশে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচে হাতে চোট পাওয়া সৌম্য সরকারের জায়গায় একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন। সর্বশেষ ভারত সফরে টি-টোয়েন্টি খেলেন এই বাঁহাতি ওপেনার। উইন্ডিজ দলেও দুটি পরিবর্তন হয়েছে। টি-টোয়েন্টি অভিষেক জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলসের হচ্ছে।

বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ, ও ওবেদ ম্যাকয়।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ টাইগারদের
জাকেরের ঝোড়ো ইনিংসে বড় পুঁজি বাংলাদেশের
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতল বাংলাদেশ