বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশকে ৩-১ গোলে হারিয়েছে মতিঝিল পারার দলটি। নিজেদের চার ম্যাচের প্রতিটিতেই জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে সাদা-কালো জার্সিধারীরা।
শুক্রবার (২০ ডিসেম্বর) ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মোহামেডানের বিপক্ষে লড়তে নামে পুলিশ। তবে তাদের আত্মবিশ্বাসে চিড় ধরে ৩১তম মিনিটে। মোজাফ্ফর মোজাফ্ফরভের কর্নার থেকে নেয়া এমানুয়েল টনির হেড গোলরক্ষক রাকিবুল হাসান তুষার ঝাঁপিয়ে পড়লেও জাল খুঁজে নেয় বল।
৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। রিয়াদুল হাসান রাফির ক্রসে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যাওয়া বল স্লাইড করে এমানুয়েল সানডে জালে জড়ান। এদিকে প্রথমার্ধের যোগ করা সময়ে আল আমিনের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে পুলিশ।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ব্যস্ত থাকে সাদা-কালোরা। ৭১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মোহামেডান। মোজাফ্ফরভের লম্বা পাস থেকে পাওয়া বলে গোল করেন অধিনায়ক সুলেমানে দিয়াবাতে। ম্যাচের বাকি সময় কেউই আর গোল করতে না পারায় ৩-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
আরটিভি/এমএম/এআর