• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

তিন ধাপে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ ডিসেম্বর ২০২৪, ২২:২২
ছবি- বিসিবি

শেষ ভালো যার সব ভালো তার। বছরটা দুর্দান্তভাবেই শেষ করেছে লিটন-মিরাজরা। তিন ম্যাচের প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে নির্ভার ছিল টাইগাররা। বাংলাদেশের সামনে সুযোগ ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার।

শেষ ম্যাচে ৮০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিশন শেষ করে বাংলাদেশ। এতেই টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগাররা।

এবার বিসিবির শোকেসে ট্রফিটি তুলে রাখতে দেশে আসছে টিম টাইগার। আগামী রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচজন সদস্য ঢাকায় পৌঁছাবেন। একই দিনে বিকেল ৫টায় আরও সাতজন সদস্য একই এয়ারলাইন্সে পৌঁছাবেন। সকালে আসা পাঁচ সদস্য দলটির সমস্ত ব্যাগ বহন করবেন।

এরপর সোমবার (২৩ ডিসেম্বর) কাতার এয়ারওয়েজে সকাল ৮টা ৩৫ মিনিটে দুই খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। একই দিনে সকাল ১০টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে আরও চার খেলোয়াড় দেশে ফিরবেন।

এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন্স সূত্র জানিয়েছে, কোচিং স্টাফের সদস্যরা যাবেন বড় দিনের ছুটিতে। ফিরবেন দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ওয়ানডে সিরিজ শুরু হয় ৮ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ হয় ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডেতে বাংলাদেশ ধবলধোলাই হয়।

এরপর ১৬ ডিসেম্বর জয় দিয়ে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ। ১৮ ডিসেম্বর জিতে নিশ্চিত করে সিরিজ। আর আজ ২০ ডিসেম্বর ক্যারিবিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ে লিটন বাহিনী। ওয়ানডেতে হারের প্রতিশোধ নেয় রেকর্ড গড়েই।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো ইতালি