• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:০১
ছবি- সংগৃহীত

ভেন্যু নিয়ে দীর্ঘ জটিলতার অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।

হাইব্রিড মডেলের ওপর সিলমোহর দিলেও এই টুর্নামেন্ট নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না আইসিসি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও অন্তত কিছুটা আভাস পাওয়া গেল কবে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। রিপোর্ট অনুযায়ী, করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পরের দিন, ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। এই দুই দলের খেলা হবে নিরপেক্ষ দেশে।

নিজেদের দ্বিতীয় ম্যাচেই পাকিস্তান দলের মুখোমুখি হতে পারে ভারত। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। সম্ভবত দুবাইয়ে এই ম্যাচ হতে পারে। গ্রুপে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ মার্চ। এই ম্যাচও হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে।

প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ। ৫ মার্চ হতে পারে দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনালের একটি পাকিস্তানে হলেও অন্যটি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। এমনকি ৯ মার্চ ফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ ভারত না উঠলেও পাকিস্তানে হচ্ছে না ফাইনাল।

কয়েকদিন আগেই জানা গিয়েছে, পাকিস্তান এবং দুবাই যৌথভাবে এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করবে। পিসিবি এবং বিসিসিআই উভয়েই দুবাইতে ম্যাচ খেলার জন্য সম্মত হয়েছে। ভারতের ম্যাচ গুলি দুবাইতে হবে।

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, নিরপেক্ষ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত। সেখানেই নিজেদের ম্যাচ খেলবে ভারত। কিন্তু মরুদেশ নিয়ে পাকিস্তানের তাতে আপত্তি রয়েছে। পিসিবি চাইছে, ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে হোক। এই সমস্যায় এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

পাকিস্তান চাইছে ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে হওয়া সব আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। তবে ২০৩১ সাল পর্যন্ত না হলেও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে যে আইসিসি ইভেন্টগুলো আছে সেগুলো হাইব্রিড মডেলেই হতে হবে।

আইসিসি এবং বিসিসিআই এই শর্ত পুরোপুরি না মানলেও আংশিকভাবে মানতে রাজি হয়েছে। এরফলে ২০২৫ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান


আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে