• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এনসিএল টি-টোয়েন্টিতে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬
এনসিএল টি-টোয়েন্টি
ছবি- বিসিবি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। নানা নাটকীয়তা শেষে ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা না হওয়ায় অর্থের ছড়াছড়ি নেই এনসিএল টি-টোয়েন্টিতে। তবে বেশ কয়েকটি পুরস্কার থাকছে। রোববার (২২ ডিসেম্বর) প্রাইজমানি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা। আর রানার্সআপ দল ১০ লাখ টাকা পাবে। আসরের সেরা নির্বাচিত হওয়া খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারি প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া একরকম নিশ্চিত ঢাকার অধিনায়ক নাঈমের। ৯ ম্যাচে ১৩৬.৮০ স্ট্রাইক রেটে ৩১৬ রান করে শীর্ষে আছেন তিনি। সাত ম্যাচে ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে ২৮১ রানে দুইয়ে আছেন জিশান আলম ও তিনে থাকা নুরুল হাসান সোহান ৮ ম্যাচে ১২৬.০৭ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেছেন।

সর্বোচ্চ উইকেটশিকারির স্থান দখলের লড়াই অবশ্য জমজমাট। ৮ ম্যাচে ৭.৭৭ ইকোনমিতে ১৭ উইকেট নিয়ে আছেন এক নম্বরে চট্টগ্রাম বিভাগের আহমেদ শরিফ। তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন রংপুরের আলাউদ্দিন বাবু (আট ম্যাচে ৫.৭৪ ইকোনমিতে ১৬ উইকেট)। এরপর আছেন মেট্রোর রকিবুল হাসান (নয় ম্যাচে ৫.৯৭ ইকোনমিতে ১৪ উইকেট)।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবস জাতীয় নাইন বলে চ্যাম্পিয়ন সাগর
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড, ফিরেছেন জো রুট
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর 
প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান