ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সাত মাস পর মাঠে গড়াল হকি, আশরাফুলের ৫ গোলে শুরু 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ০৮:৪২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বিজয় দিবস হকি টুর্নামেন্ট দিয়ে সাত মাস পর আবারও টার্ফে ফিরেছে খেলা। সবশেষ এপ্রিলে টার্ফ ছুঁয়েছিল হকির খেলোয়াড়েরা। এদিন বিকেএসপিকে বড় ব্যবধানে হারিয়ে বিজয় দিবস টুর্নামেন্টের যাত্রা শুরু করে নৌবাহিনী।  

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) মওলানা ভাসানী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নৌবাহিনী ৮-২ গোলে বিকেএসপিকে হারিয়েছে। জয়ী দলটির পেনাল্টি স্পেশালিস্ট আশরাফুল একাই পাঁচ গোল করেছেন।

জাতীয় হকি দলের ৯ জন খেলোয়াড় নিয়ে নৌবাহিনী হকি দল গঠিত হয়েছে। বাংলাদেশ হকির বর্তমান সেরা পেনাল্টি স্পেশালিস্ট আশরাফুল ইসলামও রয়েছেন দলটিতে। আশরাফুল ম্যাচের ১, ১০, ২৬, ২৭ ও ৪১তম মিনিটে গোল করেন। স্কুপ ও প্লেসিংয়ের সমন্বয়ে পাঁচটি গোল করেন তিনি। ম্যাচের বাকি তিন গোল করেন রাসেল মাহমুদ জিমি, ফজলে হোসেন রাব্বি ও মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

শক্তিশালী নৌবাহিনী দলের বিপক্ষে বিকেএসপির শিক্ষার্থীরা যথাসাধ্য লড়াইয়ের চেষ্টা করেছেন। প্রতিরোধ গড়ে দ্বিতীয় কোয়াার্টারে সাত মিনিটের মধ্যে দুটি বিকেএসপির খেলোয়াড়েরা গোল করে ম্যাচে ফেরার আভাস দিচ্ছিলেন। তানভীর রহমান সিয়াাম ১৭ এবং হুজাইফা হুসাইন ২৪তম মিনিটে দুই গোল করলে স্কোরলাইন ৩-২ হয়। তবে অভিজ্ঞতার সামনে হার মানে বিকেএসপির শিক্ষার্থীরা। আর খেলায় ফিরতে পারেনি বিকেএসপি।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী। এ সময় উপস্থিত ছিলেন এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল (অব.) রিয়াজুল হাসানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
 
আরটিভি/এমএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |