• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন এনামুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৮, ০৯:১১

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে প্রথম দল হিসেবে ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। ১৫ জানুয়ারি সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে গ্রেম ক্রিমারে দল।

তার আগে ১৩ জানুয়ারি বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নামবে সফরকারীরা।

প্রস্তুতি ম্যাচটির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

এই দলে রয়েছেন দীর্ঘ দিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া ওপেনার এনামুল হক বিজয়। এছাড়া সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, আবুল হাসান রাজুও রয়েছেন এই দলে।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ও লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ৩২ জনকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করে বিসিবি।

গত ২৮ ডিসেম্বর থেকে চলা ওই ক্যাম্প থেকে সিরিজের মূল পর্বের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়।

প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হোসেন বিজয়, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, আবুল হাসান রাজু, মেহেদী হাসান, ইমরান আলি, এবাদত হোসেন, খালিদ হাসান, তানবির হায়দার।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তানকে নিয়ে বরিশালে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ!
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের