মেলবোর্ন টেস্ট
ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন রাঙালো অস্ট্রেলিয়া
বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অজিরা। দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন নিজেদের করেছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্নে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই অজি ওপেনার স্যাম কনস্টাস এবং উসমান খাজা। দুজনের ব্যাটে ভর করে ৮৯ রান তোলে স্বাগতিকরা। ৫২ বলে ফিফটি তুলে নেন অভিষিক্ত কনস্টাস। এরপর আর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৬৫ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।
তিনে ব্যাট করতে নেমে খাজাকে সঙ্গ দেন মার্নাস লাবুশেন। ১০১ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। ৫৭ রান করে খাজা আউট হলে দলের হাল ধরেন স্টিভেন স্মিথ ও লাবুশেন। দুজনের ব্যাটে করে ২০০ রানের কোটা পার করে অজিরা। ১৪৫ বলে ৭২ রান করে আউট হন লাবুশেন।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ট্রাভিস হেড। ৭ বলে শূন্য রান করেন তিনি। ১৩ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন মার্শ। তবে এক প্রান্ত আগলে রেখে ৭১ বলে ফিফটি তুলে নেন স্মিথ। অপর প্রান্ত থেকে ইনিংস বড় করতে ব্যর্থ হন ক্যারিও। ৩১ রান করে এই উইকেটরক্ষক ব্যাটার আউট হলে ২৯৯ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
শেষ পর্যন্ত প্যাট কামিন্সের ১৭ বলে ৮ রান এবং স্মিথের ১১১ বলে অপরাজিত ৬৮ রানে ভর করে ৩১১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এ ছাড়াও আকাশ দ্বীপ, রবিন্দ্র জাদেজা এবং ওয়াসিংটন সুন্দর একটি করে উইকেট শিকার করেন।
আরটিভি/এসআর
মন্তব্য করুন