ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নাহিদ রানার যত্ন করতে বললেন শন টেইট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ০৬:৩৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে গতিময় পেস বোলারদের মধ্যে অন্যতম অজি কিংবদন্তি শন টেইট। এবারের বিপিএলে চিটাগং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয় এই অজি কিংবদন্তির কাছে।

বিজ্ঞাপন

১৫০ প্লাস গতিতে বল করে পুরো বছর জুড়েই আলোচনায় ছিলেন নাহিদ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিরপুরে অস্ট্রেলিয়ান গতিতারকা শন টেইটের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ পেসার।

রানাকে টেইন বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আমি তাকে টেলিভিশনে প্রথমবার ভালোভাবে বোলিং করতে দেখেছি। সত্যি বলতে এর আগে, আমি তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি, বেশ লম্বা এবং শক্তিশালী একজন।

বিজ্ঞাপন

এ ছাড়াও রানা প্রতি যত্ন নেওয়ার পরামর্শ দেন টেইট। তার ভাষ্য, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা এমন একজনকে পাওয়াটা সহজ ব্যাপার না। আমার মনে হয় খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।

গতিময় পেসারদের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁধা চোট। তাই রানাকেও সতকর্তার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে এই কোচ বলেন, নাহিদের আশপাশে যারা কাজ করে এটা পুরোপুরি তাদের ওপর। তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় তাকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। 

‘ক্রিকেটে যদি নিজ থেকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ক্রিকেটার নিজের সম্পর্কে ধারণা পাবে, নিজের শরীর সম্পর্কেও জানবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক গাইডেন্সে সে ভালো করবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। যেখানে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন রানা। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তিনি।

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |