• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বিপিএল শুরুর আগে বড় ধাক্কা ঢাকা শিবিরে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪
ঢাকা ক্যাপিটালস
ছবি- সংগৃহীত

বিপিএল শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। এবারের আসরকে সামনে রেখে সবার আগে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু টুর্নামেন্ট শুরু আগে বড় দুঃসংবাদ পেয়েছে শাকিব খানের দল।

অনেকটা ঢাক-ঢোল পিটিয়েই পাকিস্তানি মারকুটে ওপেনার সাইম আইয়ুবকে দলে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু এই বাঁহাতি ব্যাটারের বিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন সাইম। ওয়ানডেতে দুই সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তরুণ এই ওপেনার। তাই টেস্ট সিরিজেও ডাক পেয়েছেন সাইম। যে কারণে বিপিএলে দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি।

এ বিষয়ে কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, সে (সাইম) টেস্ট দলে সুযোগ পেয়েছে, তাই হয়তো আসবে না। আমরা দুই একজনের কথা ভাবছি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আজ মাঠে নেমেছে পাকিস্তান। সিরিজটি শেষ হবে ৭ জানুয়ারি। ততদিনে সিলেট পর্বে অংশ নিবে ঢাকা ক্যাপিটালস।

এদিকে ১৬ জানুয়ারি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে পাকিস্তান। যা শেষ হবে আগামী ২৮ জানুয়ারি। তাই বিপিএলে সাইম আইয়ুবের না খেলার সম্ভাবনায় বেশি।

একনজরে ঢাকা ক্যাপিটালস স্কোয়াড

দেশি খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

বিদেশি খেলোয়াড় : থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকিনাজি, চতুরাঙ্গা ডি সিলভা, জহুর খান, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানুল্লাহ সাফি, জিন পিয়ের কোটজে, শুভম শুভ রঞ্জনা।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাহিদ রানার যত্ন করতে বললেন শন টেইট
সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা: সুজন
বিপিএলে সাইফউদ্দিনের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
বিপিএল শুরুর আগে বড় সুখবর পেলেন মাহেদী-তাসকিনরা