• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

টিকিট না পাওয়ায় বিসিবির গেট ভাঙলেন বিক্ষুব্ধ দর্শক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫
বিসিবি
সংগৃহীত

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসরের মাঠে লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে ঢাকা ক্যাপিটালস। আর এই দুই ম্যাচ মাঠে এসে দেখতে মরিয়া দর্শকরা। যার ফলে টিকিট না পাওয়ায় হোম অব ক্রিকেটের গেট ভেঙে ফেললো দর্শকরা।

সোমবার (৩০ ডিসেম্বর) নির্ধারিত সময় অনুসারে দুপুর ১টায় মাঠে নামার কথা রয়েছে বরিশাল ও রাজশাহীর। তার আগেই মিরপুরে ভিড় জমিয়েছে দর্শকরা। টিকিটধারী দর্শকরা ১২টার সময় থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করে। কিন্তু যারা টিকিট পাননি তারা স্টেডিয়ামের ২ নাম্বার গেটে ভিড় করেছে। আর বিসিবিকে ভুয়া বলে স্লোগান দিতে থাকে তারা। এক মুহূর্তে বিসিবির গেট ভেঙে ফেলে দর্শকরা।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাত থেকে টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামের এক নাম্বার গেট-সংলগ্ন কাউন্টারে ভিড় জমায় দর্শকরা। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় স্টেডিয়ামের মেইন গেটে ভিড় জমায় দর্শকরা।

এ সময় টিকিট প্রত্যাশী এক ব্যক্তি বলেন, আমরা অনলাইনে চেষ্টা করেছি, কিন্তু ওয়েবসাইট বন্ধ। তাই আমি ভোর চারটায় লাইনে দাঁড়িয়েছি। তবুও টিকিট পাইনি। টিকিটগুলো তাহলে গেল কোথায়। আরেক ব্যক্তি বলেন, এর আগেও এমন হয়েছে। কাউন্টারে টিকিট নাই, কিন্তু ম্যাচের দিন ব্ল্যাকে টিকিট পাওয়া যায়। দর্শকদের ভোগান্তি কমাতে এবার ই-টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মোট টিকিটের ৮০ শতাংশ দেওয়ার কথা রয়েছে। আর বাকিগুলো মুধমতি ব্যাংকের ৭টি শাখা থেকে নেওয়া যাবে।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালকে অলআউট করে সহজ লক্ষ্য পেল রংপুর
বিপিএলে ৭ উইকেট পাওয়ার রহস্য ফাঁস করলেন তাসকিন
বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর, তামিমের অভিষেক
ক্যাচ মিসের মাশুল গুনলো ঢাকা, রাজশাহীর প্রথম জয়