• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

ঘরের মাঠে লজ্জার হার ম্যানইউর, অবনমন শঙ্কায় রেড ডেভিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:১৫
ছবি- সংগৃহীত

বছরের সবশেষ ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২০ মিনিটের মধ্যেই আলেকসান্দার ইসাক এবং জোয়েলিংটনের গোলে লিড নেয় ম্যাগপাইরা। সেই ২ গোলেই পরবর্তীতে হেরেছে ইউনাইটেড।

১৯৭৯ সালের পর এবারই প্রথম ঘরের মাঠে টানা তিন লিগ ম্যাচ হেরেছে ইউনাইটেড। আর প্রতিপক্ষ নিউক্যাসেলের সঙ্গে এ পর্যন্ত ৩৯তম ম্যাচে হারের রেকর্ড এটি। এছাড়া নিজ মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ১১ বছর পর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের মুখ দেখে রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে হারের বিবেচনায় এই মাসে প্রিমিয়ার লিগে তাদের ৫ম। এই হারে ৬২ বছর আগের স্মৃতিতে ফিরে গেলো রেড ডেভিলসরা। এক মাসে লিগে ৫ ম্যাচ হারার স্মৃতি। শেষবার ম্যান ইউ এক মাসে ৫ লিগ ম্যাচ হেরেছিল ১৯৬২ সালে।

এদিকে চলতি বছরটি লিগে ১৯ পয়েন্ট নিয়ে শেষ করছে ইউনাইটেড। ১৯৮৯ সালের পর বছরের হিসেবে এটিই তাদের সবচেয়ে বাজে অবস্থান। সেবারে ইউনাইটেড বছরকে বিদায় জানায় ১৫তম স্থানে থেকে। এবার ১৪ নম্বরে থেকে। সেই সঙ্গে ১৯৬৪ সালের পর এক মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশ ১৮ গোল খাওয়ার নতুন নজির এটি। সেবারেও তারা অবশ্য ১৮ গোলই হজম করেছিল।

এই হারের পর ১৯ ম্যাচ শেষে ১৪ নম্বরে আছে ইউনাইটেড। পয়েন্টের বিচারে অবনমন অঞ্চল থেকে মাত্র ৭ পয়েন্ট দূরে। ইতিহাসে এখন পর্যন্ত ৫ বার অবনমনের শিকার হয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। তবে সবশেষ এমনটা দেখা গিয়েছিল ১৯৭৩-৭৪ মৌসুমে।

আরটিভি/এমএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ মাঠে চেলসিকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো ইপসউইচ
হামজাদের হারিয়ে বছর শেষ করল ম্যান সিটি
টিভিতে আজকের খেলা
অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টসহ টিভিতে আজকের খেলা