অঙ্গন ও বোসিসটোর মারকুটে ব্যাটিংয়ে রান পাহাড় খুলনার
অঙ্গন ও বোসিসটোর দুর্দান্ত মারকুটে ব্যাটিংয়ে বড় পুঁজি খুলনারবিপিএলের ১১তম আসরের তৃতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। আগে ব্যাট করে চিটাগংকে ২০৪ রানের বড় লক্ষ্য দিয়েছে মিরাজ-নাঈমরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন নাঈম ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি এনসিএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা এই ব্যাটার।
১৭ বলে ২৬ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। তিনে ব্যাট করতে নেমে ওপেনার বোসিসটোকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মেহেদী মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৭৯ রান তুলতে পারে খুলনা। তবে পিচে থিতু হতে পারেননি মিরাজ।
১৮ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ইব্রাহিম জাদরান (৬) ও আফিফ হোসেন ৮ রানে আউট হলে ছন্দ হারায় খুলনা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি তুলে নেন ওপেনার বোসিসটো। ষষ্ঠ উইকেটে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন।
২২ বলে ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। মারকুটে ব্যাটিংয়ে ১৮ বলে ফিফটি তুলে নেন অঙ্কন। শেষ পর্যন্ত অঙ্কনের ২২ বলের ৫৯ রান এবং বোসিসটোর ৫০ বলের অপরাজিত ৭৫ রানে ভর করে ২০৩ রানের বড় পুঁজি পায় খুলনা।
চিটাগং কিংসের হয়ে দুটি করে উইকেট শিকার করেন আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন