• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

মিচেল মার্শের অনুরোধেই খুলনা শিবিরে যোগ দেন বোসিসটো

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৪
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

চিটাগং কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে ২০৩ রানে বড় পুঁজি পায় খুলনা টাইগার্স। যেখানে বিশেষভাবে ভূমিকা পালন করেছেন অজি ব্যাটার উইলিয়াম বোসসিটো। ওপেন করতে এসে ৫০ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। বিপিএল শুরুর শেষ মুহূর্তে এই ক্রিকেটারকে দলে নিয়েছিল খুলনা।

তাই ম্যাচ শেষে খুলনা কোচ তালহা জুবায়েরকে প্রশ্ন করা হয় কার পরামর্শে এই অজি ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। জবাবে তিনি বলেন, ইমরুল কায়েসকে বোসিসটোর ভিডিও পাঠিয়েছিলেন মিচেল মার্শ। সে আমাকে দেয়, আমি দেখার পর ম্যানেজমেন্টের কাছে তাকে নেওয়ার জন্য অনুরোধ করি।

২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন বোসিসটো। তার নেতৃত্বে খেলেছিলেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও মারকুটে ব্যাটার ট্রাভিস হেড। কিন্তু দেশের ক্রিকেটে ভালো কিছু করতে না পারায় পিছিয়ে পড়েছেন এই ডান হাতি ব্যাটার।

তাই এই অজি ব্যাটারকে বিপিএলে পারফরম্যান্স নিজেকে প্রমাণ করার পরামর্শ দিয়েছেন তালহা। তার ভাষ্য, সে আমাদের কাছে বড় ডিমান্ড করেনি। সে শুধু খেলতে চেয়েছে। ট্রাভিস হেডদের সঙ্গে এক সঙ্গে খেলেছে হয়তো কোনো কারণে পিছিয়ে পড়েছে।

তিনি আর বলেন, এখানে আশার পর থেকে আমি তার সঙ্গে যত বার কথা বলেছি, তা বুঝিয়েছি তার খেলাটা খেলার জন্য। আর ম্যাচে সে তাই করেছে।

উল্লেখ্য, বোসসিটোর অপরাজিত ৭৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ২২ বলে ৫৯ রানের ক্যামিওতে ২০৩ রানের বড় পুঁজি পায় খুলনা। জবাব দিতে নেমে চিটাগং ১৬৬ রানে অলআউট হলে ৩৭ রানের জয় পায় মিরাজের দল।

আরটিভি/এসআর/এআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দশজন নিয়েই আবাহনীকে উড়িয়ে দিলো মোহামেডান
ঢাকা পর্ব শেষে টেবিলের শীর্ষে রংপুর, বাকিরা কোথায়?
থিসারার ঝোড়ো সেঞ্চুরির পরও হ্যাটট্রিক হার ঢাকার, খুলনার দ্বিতীয় জয়
ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো খুলনা