• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

এবার রিয়েল এস্টেট ব্যবসায় নামলেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ১৪:৩৫
মেসি
ছবি- এএফপি

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। যেকোনো সময়ই অবসর নিতে পারেন এই তারকা ফুটবলার। তার আগেই নতুন যাত্রা শুরু করেছেন তিনি। স্পেনে রিয়েল এস্টেট ব্যবসায় নাম লিখিয়েছেন মেসি।

বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলারের রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। প্রতিষ্ঠানটির বোর্ডের চেয়ারম্যান মেসি নিজেই। যার একমাত্র শেয়ারহোল্ডার তা পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু এস্পানা। তবে নতুন বিনিয়োগকারী নেওয়ার পরিকল্পনা তাদের আছে।

মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আলফোনসো নেবোত; যিনি মেসির পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। আরেকজন র‌্যামোন আডেল স্পেনের এনার্জি কোম্পানি নাটুরজিরও বোর্ড সদস্য।

স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো। মূলধন ২২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় সাতটি হোটেল রয়েছে। স্পেনে আরও রয়েছে তিনটি অফিস ও অ্যাপার্টমেন্ট। তা ছাড়া লন্ডন ও প্যারিসেও অ্যাপার্টমেন্ট রয়েছে তাদের।

২০১৩ সালে মেসির বিনিয়োগ ট্রাস্টটির যাত্রা শুরু হয়। কোম্পানির বেশির ভাগ বিনিয়োগকারী স্পেনের কাতালুনিয়ার অঞ্চলের। যে অঞ্চলে মেসি ২০০০ সালে ১৩ বছরে থাকতে বার্সেলোনায় খেলার জন্য স্থায়ী হয়েছিলেন। সেখানে বসবাস করেন ২০২১ সাল পর্যন্ত।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতকড়া পরিয়ে ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগে এসআই ক্লোজ
অপহরণের ৫০ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার
এভারেস্টের চূড়ায় মেসি, ছবিটি নিয়ে যা জানা গেল
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন মেসি