বাংলাদেশকে দেখে ভয় পাবে অস্ট্রেলিয়া: সুমাইয়া
আগামী ১৮ জানুয়ারি মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অংশ নিতে আগেভাগেই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
কাগজে কলমে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়া। কিন্তু নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও ভয় পাইয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন অধিনায়ক সুমাইয়া আক্তার।
বুধবার (১ জানুয়ারি) মিরপুরে বিশ্বকাপের ফটোসেশন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
টাইগ্রেস অধিনায়ক বলেন, আসলে আমাদের দল বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের শক্তির জায়গাগুলো কাজে লাগাতে পারি এবং আমাদের ভূমিকা সঠিকভাবে পালন করি, তাহলে দিন শেষে ভালো কিছুই হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষ যেই হোক না কেন, আমাদের নিজেদের খেলাটা খেলা। আমরা মনে করি, অস্ট্রেলিয়া আমাদের গ্রুপে পড়ে অন্তত কিছুটা ভয় পাবে। মালয়েশিয়ায় আমরা আগেও খেলেছি, সেখানকার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।
টুর্নামেন্ট ১৮ জানুয়ারি হলেও আগেভাবে দেশ ছাড়ছেন সুমাইয়ারা। কারণ, ৩-৯ জানুয়ারি হতে যাওয়া শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি পর্ব সারবে বাংলাদেশ দল।
উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২০ জানুয়ারি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে।
আরটিভি/এসআর/এআর
মন্তব্য করুন