• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

সাত উইকেট শিকার করে জোড়া রেকর্ড তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪
তাসকিন
ছবি- সংগৃহীত

বাংলাদেশ দলের পেস ইউনিটকে লিড দিচ্ছেন তাসকিন আহমেদ। তবে বিপিএল বড় দলের হলে খেলার আক্ষেপ রয়েছে তার। এবারের বিপিএলেও দুর্বার রাজশাহীতে নাম লিখিছেন তিনি। যেখানে বড় কোনো নাম নেই। তবে নিজের কাজটা ঠিক ভাবেই করে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার।

উদ্বোধনী ম্যাচে বরিশালের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন তাসকিন। দ্বিতীয় ম্যাচে যা করে দেখালেন এক কথায় অবিশ্বাস্য। ঢাকা বিপক্ষে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার। যা বিপিএল ইতিহাসের সেরা বোলিং পারফরম্যান্স।

১৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করা মোহাম্মদ আমির আছে দ্বিতীয়তে। ২০২০ বিপিএলে খুলনার হয়ে এই পারফরম্যান্স করেছিলেন এই পাক পেসার। ৫ উইকেট শিকার করে তিনে আছে আরেক পাকিস্তানি মোহাম্মদ শামি।

তাসকিনের এই বোলিং ফিগার শুধু বিপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগিয়েছে। কারণ, এই বোলিংয়ে সবমিলিয়ে তৃতীয় স্থানে রয়েছে তাসকিন। সাত উইকেট নেওয়া বাকি দুইজন বোলার হলেন কোলিং অ্যাকারম্যান ও সিরাজুল ইদ্রাস।

৮ উইকেট খরচ করে ৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবার শীর্ষ রয়েছেন মালয়েশিয়ান ক্রিকেটার ইদ্রাস। চীনের বিপক্ষে ২০২৩ সালে এই পারফরম্যান্স করেন তিনি। আর ১৮ রান খরচ করে ৭ উইকেট নেওয়া অ্যাকারম্যান আছেন দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে এই কীর্তি গড়েন তিনি।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দশজন নিয়েই আবাহনীকে উড়িয়ে দিলো মোহামেডান
অপরাজিত থেকে ৫৪২ রান করে নায়ারের বিশ্বরেকর্ড
ঢাকা পর্ব শেষে টেবিলের শীর্ষে রংপুর, বাকিরা কোথায়?
থিসারার ঝোড়ো সেঞ্চুরির পরও হ্যাটট্রিক হার ঢাকার, খুলনার দ্বিতীয় জয়