• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর, তামিমের অভিষেক

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৮:০৫
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এবার হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই দল। এই ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক করছেন সদ্য এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হক তামিম।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রংপুর রাইডার্স।

এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে রংপুর। বরিশালের বিপক্ষে খেলা হচ্ছে না রকিবুল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের। এই দুজনের বদলে একাদশে জায়গা পেয়েছে। আর স্টিভেন টেইলরের বদলে একাদশে ঢুকেছে আকিভ জাভেদ।

অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। প্রথম ম্যাচে খারাপ করায় একাদশ থেকে জায়গা হারিয়েছে রিপন মণ্ডল। তার বদল হিসেবে সুযোগ পেয়েছেন ইকবাল হোসেন ইমন।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম ও ইকবাল হোসেন ইমন।

রংপুর রাইডার্সে একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মাহেদী, সাইফ হাসান, কামরুল ইসলাম, রকিবুল হাসান, নাহিদ রানা, অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, আকিভ জাভেদ, খুশদিল শাহ আজিজুল হক তামিম ও তৌফিক খান তুষার ।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দশজন নিয়েই আবাহনীকে উড়িয়ে দিলো মোহামেডান
ঢাকা পর্ব শেষে টেবিলের শীর্ষে রংপুর, বাকিরা কোথায়?
থিসারার ঝোড়ো সেঞ্চুরির পরও হ্যাটট্রিক হার ঢাকার, খুলনার দ্বিতীয় জয়
ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো খুলনা