বিপিএল ২০২৫
টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী
বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছিল দুর্বার রাজশাহী। নিজেদের তৃতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছে এনামুল হক বিজয়ের দল।
শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী।
চিটাগং কিংসের একাদশ: পারভেজ হোসেন ইমন, উসমান খান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), গ্রাহাম ক্লার্ক, হায়দার আলি, শামীম হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।
দুর্বার রাজশাহীর একাদশ: মোহাম্মদ হারিস, আনামুল হক (সি), আকবর আলী (ডব্লিউ), রায়ান বার্ল, সাব্বির হোসেন, ইয়াসির আলী, সোহাগ গাজী, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে পিসিবির শর্তে রাজি ভারত!
আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির। কিন্তু পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে চায় না ভারতীয় দল। এদিকে পাকিস্তানও এই টুর্নামেন্ট হাত ছাড়া করতে চায় না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি অবস্থানে এখনও নিশ্চিত হয়নি চ্যাম্পিয়ন ট্রফির ভবিষ্যৎ।
এই সমস্যা সমাধানে দুইবার বৈঠকে বসলেও ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। কারণ, পিসিবি চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন সবকিছুর সমতার ভিত্তিতে। ভারতীয় দল পাকিস্তানে না আসলে বাবর-রিজওয়ানরাও ভারতের যাবে না।
ভারত শুরু থেকেই হাইব্রিড মডেলের কথা বলে আসছিল। কিন্তু পাকিস্তান তা মানতে নারাজ। কয়েকদিন আগেই জানা গিয়েছিল হাইব্রিড মডেল নিয়ে দুটি শর্ত দিয়েছে পিসিবি। প্রথমটি হলো- পিসিবিতে আইসিসির প্রদেয় রাজস্বের হার বাড়াতে হবে।
আর দ্বিতীয়টি হলো ভারত যদি এবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না আসে, তাহলে ২০৩১ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টগুলোতে অংশ নিতে ভারতে যাবে না পাকিস্তান।
যেগুলো নিয়ে আলোচনার হওয়ার কথা ছিল গতকালের বোর্ড সভায়। কিন্তু তা স্থগিত করা হয়েছে। এর মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জট কেটেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই।
আইসিসির এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় বোর্ড। পাক বোর্ডের দাবি ছিল, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যদি হাইব্রিড মডেলে খেলে তাহলে আগামী দিনে ভারতের আয়োজিত টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও হাইব্রিড মডেলে খেলবে। পিসিবির এই দাবিতে সায় দিয়েছে বিসিসিআই।
আইসিসির এক কর্মকর্তা বলছেন, সব পক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলা হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে। ভারত দুবাইয়ে ম্যাচ খেলবে। আইসিসি মনে করছে এতে সব পক্ষের দাবিই মানা হলো।
কিন্তু ২০৩১ সাল পর্যন্ত ভারতে খেলতে না গিয়ে তাদেরও হাইব্রিড মডেলে নিরপেক্ষ দেশে খেলা আয়োজনের সুযোগ দিতে হবে বলে দাবি করেছিল পিসিবি। সেটা ২০২৭ সাল পর্যন্ত মানা হয়েছে।
এদিকে পাকিস্তানের প্রথম দাবি আইসিসির প্রদেয় রাজস্বের হার বাড়ানো নিয়ে এই প্রতিবেদনে কিছু জানানো হয়নি। তবে আজ (শুক্রবার) দুবাইকে বৈঠকে বসার কথা রয়েছে আইসিসির। এরপর নিশ্চিত হবে চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ।
আরটিভি/এসআর/এস
খেলোয়াড় সংকটে ফাইনালে অনিশ্চিত রংপুর
লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালের টিকিট পেয়েছে রংপুর রাইডার্স। কিন্তু খেলোয়াড় সংকটে শিরোপা নির্ধারণী ম্যাচে রংপুরের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ সময় শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫টায় ভিক্টোরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে রংপুরের তিন খেলোয়াড় সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেনকে বাংলাদেশ দলে যোগ দিতে বলেছে ক্রিকেট বোর্ড। পাকিস্তান ডেকেছে খুশদিল শাহকে।
এই চার জনকে বাদ দিলে রংপুরের ১১ জন খেলোয়াড়ের মধ্যে দেশি থাকছেন ৬ জন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী একাদশে অন্তত ৭ জন স্থানীয় ক্রিকেটার থাকতে হবে। ফলে ফাইনালের একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে রংপুর রাইডার্স।
এক বিবৃতিতে রংপুর রাইডার্স লিখেছে, ‘এই সিদ্ধান্তে খেলার আগেই রংপুরকে হেরে যেতে হবে। এই ধরনের ঘটনা নিঃসন্দেহে বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করবে। খেলোয়াড়ের অভাবের কারণে ফাইনালে খেলতে না পারাটা খুবই বিরল। গ্লোবাল সুপার লিগে রংপুর শুধু নিজেদের নয়, সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তাই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ক্রিকেটপ্রেমীদের জন্যও গভীর হতাশাজনক হবে।’
ওয়েস্ট ইান্ডজের বিপক্ষে ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর। এরপর তিনটি টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
আরটিভি/এমএম/এআর
গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
টানা দুই ম্যাচ হেরে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট শুরু করেছিল রংপুর রাইডার্স। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছিল তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সৌম্য-রিশাদদের জাতীয় দলে ডাক পড়ায় বিপাকে পড়েছিল রংপুর। ফাইনালে অংশগ্রহণ করা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠে ফাইনালেও বাজিমাত করেছে বসুন্ধরা গ্রুপের দলটি। ভিক্টোরিয়াকে ৫৬ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স।
শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১১ বল হাতে থাকতে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে ৫৬ রানের জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা।
রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হারমীত সিং। শেখ মাহেদী এবং সাইফ হাসান শিকার করেন দুটি করে উইকেট। এ ছাড়াও কামরুল হাসান এবং রিশাদ হোসেন নেন এক উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। দুজনের ব্যাট থেকে আসে ১২৪ রান। সৌম্য ৩৩ বলে এবং টেইলর ৪৪ বলে ফিফটি তুলে নেন।
৪৯ বলে ৬৮ রান করে টেইলর আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৌম্য। অপর প্রান্ত থেকে সাইফ হাসান ৬ এবং ম্যাদসেন ১০ রান করে আউট হন শেষ পর্যন্ত সৌম্যর অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে ১৭৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা।
আরটিভি/এসআর
ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা জয় বাংলাদেশের
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাই এবার শিরোপা ধরে রাখার মিশন নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জুনিয়র টাইগাররা। যেখানে পুরোপুরি সফল হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে বাংলাদেশ।
রোববার (৮ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে ভারতকে ১৯৯ রানের সহজ লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে ৩৫.১ ওভারে ১৩৯ রান তুলতে পারে ভারত। এতে ৫৯ রানের জয় পায় বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। ৬৫ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন জাওয়াদ আবরার।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আজিজুল হক তামিমও। মাত্র ১৬ রান করে ফেরেন এই টাইগার অধিনায়ক। রিজানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শিহাব জেমস। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই।
৬৭ বলে ৪০ রান করে ফেরেন শিহাব, ৩ বলে ১ রান করে তার দেখানো পথে হাঁটেন দেবাশীষ দেবাও। এরপর ৬৫ বলে ৪৭ রান করে রিজান আউট হলে দলীয় ১৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সামিউন বসির ৪ এবং ১ রান করে উইকেট মিছিলে যোগ দেন আল ফাহাদ।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ফরিদ হাসান। তাকে সঙ্গ দেন মারুফ মৃধা। ৪৯তম ওভারে চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ফরিদ। ৪৯ বলে ৩৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
শেষ ওভারের প্রথম বলে ইকবাল (১) আউট হলে মারুফ মৃধার অপরাজিত ১১ রানে ভর করে ১৯৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
ভারতের হয়ে হার্দিক রাজ, যুধাজিৎ গুহ ও চেতন শর্মা দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও কিরণ চোরমলে, কেপি কার্তিকেয়া ও আয়ুশ মাত্রে একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ের শুরুটা খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। ওপেনার আয়ুশ এক রানে ফাহাদের বলে আউট হলে, বৈভব সূর্যবংশী ৯ রান তুলে মারুফের বলে প্যাভিলিয়নে ফিরে যান। দলীয় ৪৪ রানে ফেরেন সিদ্ধার্থ। এরপর ইমনের পরপর তিন শিকারে ভারতের স্কোর বোর্ডে ৬ উইকেটে ৮১ রান জমা হয়। তবে ক্রিজ আগলে খেলতে থাকেন অধিনায়ক মোহাম্মদ আম্মান। স্কোর বোর্ডে ৯২ রান যোগ করতে এবার ফাহাদের শিকারে আরও এক উইকেট হারায় ভারত।
এরপর অধিনায়কের সঙ্গী হন হার্দিক। রান বাড়তে থাকলে ভারতের ড্রেসিংরুমের আলোচনায়ও জয়ের বাতাস বইতে থাকে। তখন অধিনায়ককে ২৬ রানে থামিয়ে দেন টাইগার জুনিয়র লিডার তামিম। নিজের প্রথম ওভারেই থিতু হতে থাকা আম্মনকে আউট করেন। এরপর আর কেউ জুটি গড়তে না পারলে ১৩৯ রানে থেমে যায় ভারতের ইনিংস।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেনে ইকবাল হোসেন ইমন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ফাহাদ নেন ২টি উইকেট। একটি করে উইকেট পান রিজান হোসেন ও মারুফ মৃধা।
২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরার খেতাব ও পুরো সিরিজে ১৩ উইকেট শিকার করে সিরিজ সেরার খেতাব বাংলাদেশের ইকবাল হোসেন ইমনের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.১ ওভারে ১৯৮ (রিজান ৪৭, জেমস ৪০, ফরিদ ৩৯, জাওয়াদ ২০, আজিজুল ১৬, মারুফ ১১; যুধজিৎ ২/২৯, হার্দিক ২/৪১, চেতন ২/৪৮)।
ভারত অনূর্ধ্ব-১৯: ৩৫.২ ওভারে ১৩৯ (আমান ২৬, হার্দিক ২৪, কার্তিকেয়া ২১, সিদ্ধার্থ ২০, চেতন ১০; আজিজুল ৩/৮, ইকবাল ৩/২৪, আল ফাহাদ ২/৩৪, রিজান ১/১৪, মারুফ ১/৩৬)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫৬ রানে জয়ী।
ম্যান ব দা ম্যাচ: ইকবাল হোসেন ইমন।
আরটিভি/এমএম-টি
লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টিতেও থাকছেন না শান্ত। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নেতৃত্বে থাকছেন লিটন দাস।
টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। এনসিএল টি-টোয়েন্টি খেলতে সিলেটে ছিলেন তিনি। এখন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে বিমান ধরবেন এই পেসার। এ ছাড়া ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও।
তবে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। একইসঙ্গে উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ও ২০ ডিসেম্বর হবে পরের দুই ম্যাচ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।
টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
আরটিভি/এমএম/এস
অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট / এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
টি-টোয়েন্টি সংস্করণে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। ছয় দলের অংশগ্রহণে আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় শুরু হবে এই টুর্নামেন্টটি। এ জন্য জাতীয় দলের তিন ক্রিকেটারকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।
দলকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলে অভিষেক হওয়া সুমাইয়া আক্তার। দলে তিনি ছাড়াও রয়েছেন আরও দুই জাতীয় দলে অভিষেক হওয়া ক্রিকেটার। নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকি। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সুমাইয়ার। আর চলতি বছরেই ভারতের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি অভিষেক হয় হাবিবার।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে। এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ১৬ ডিসেম্বর টুর্নামেন্টটির দ্বিতীয় দিন ইয়াং টাইগ্রেসদের প্রথম ম্যাচ। এ দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। 'বি' গ্রুপে আরেক ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়।
দুইটি করে দল প্রতি গ্রুপ থেকে পাবে সুপার ফোরের টিকেট। সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।
আরটিভি/এমএম
বোলিংয়ে ত্রুটি, সাকিবকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় সাকিব আল হাসানকে বরখাস্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। তাতে জানানো হয়েছে, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না সাকিব।
প্রায় ১৩ বছর পর গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট ও পরে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। তাতেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা।
এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে হবে সাকিবকে। কিন্তু দুর্ভাগ্যজনক যে, বাঁহাতি টাইগার অলরাউন্ডার সে পরীক্ষায় পাস করতে পারেননি। লাফবরো ইউনিভার্সিটির ফল ঘোষণার পর ১০ ডিসেম্বর থেকেই সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল।
বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কনুই সর্বোচ্চ ১৪ ডিগ্রিতে ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে, তিনিও কনুই ১৪ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন।
পেশাদার ক্রিকেটে দীর্ঘ সময় পার করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডারের তকমা লাগিয়ে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে ২০০৬ সালে। যেখানে এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। শিকার করেছেন ৭১২ উইকেট।
আরটিভি/এমএম/এআর