• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ওসমান খানের সেঞ্চুরিতে রান পাহাড় গড়ল চিটাগং কিংস

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫২
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

খুলনা টাইগার্সের কাছে হেরে বিপিএলের ১১তম আসর শুরু করেছিল চিটাগং কিংস। নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে মোহাম্মদ মিথুনের দল। এই ম্যাচে আগে ব্যাট করে রান পাহাড় তৈরি করেছে বন্দরনগরীর দলটি। ওসমান খানের ১২৩ রানের ইনিংসে ভর করে রাজশাহীকে ২২০ রানের লক্ষ্য দিয়েছে চিটাগং কিংস।

শুক্রবার (৩ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ ইমন। তবে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন ওসমান খান। ২১ বলে ফিফটি তুলে নেন এই পাক তারকা।

অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন গ্রাহামও। তবে ফিফটি পাননি তিনি। ২৫ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে ব্যাট চালিয়ে সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছে যান ওসমান। ১১টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারিতে ৪৮ বলে শতক তুলে নেন এই ডান হাতি ব্যাটার।

১৫ বলে ২৮ রান করে তাকে সঙ্গ দেন মিথুন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শামীম পাটোয়ারি। তব ওসমানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮তম ওভারে ২০০ রানের কোটা পার করে চিটাগং। এরপর পিচে থাকতে পারেননি ওসমান। ৬২ বলে ১২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত হায়দার আলির ৮ বলের অপরাজিত ১৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছে চিটাগং কিংস।

দুর্বার রাজশাহীর হয়ে দুটি উইকেট শিকার করেন তাসিকন আহমেদ। এ ছাড়াও সোহাগ গাজী, শাইফুল ইসলাম ও রায়ান বার্ল একটি করে উইকেট নেন।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, একাদশে শান্ত
আমি লিটনের বড় ভক্ত, ১০ রান করলেও তাকে দলে চাই: সুজন
শাহিন আফ্রিদিকে পাঁচ ম্যাচের বেশি খেলানোর চেষ্টা করছেন তামিম
ঢাকাকে হারের বৃত্তে আটকে প্লে-অফে এক পা রংপুরের