অপরাজিত থেকে ৫৪২ রান করে নায়ারের বিশ্বরেকর্ড
এক সময় আইপিএলের নিয়মিত পারফরম্যান্স করতেন করুন নায়ার। মাঝে ছন্দ হারিয়ে ফেলেন এই ডান হাতি ব্যাটার। তবে এবার যা করে দেখালেন তা এক কথায় অবিশ্বাস্য। আউট না হয়ে ৫৪২ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন এই ভারতীয় ব্যাটার। বিজয় হাজারে ট্রফিতে টানা চার ম্যাচে অপরাজিত থেকে এই রেকর্ড গড়েন তিনি।
এই রেকর্ডে নায়ার পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনকে। ২০১০ সালে আউট না হয়ে ৫২৭ রান করেছিলেন এই কিউই ব্যাটার। নায়ারের এই রেকর্ড গড়ার যাত্রা শুরু হয় ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে।
জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ১১২ রানে অপরাজিত ছিলেন তিনি। এরপর ছত্তিশগড়ের বিপক্ষে ৪৪ রানে এবং চণ্ডীগড়ের বিপক্ষে পরের ম্যাচে ক্যারিয়ারসেরা ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তামিল নাড়ুর বিপক্ষে ৩১ ডিসেম্বর খেলেন ১১১ রানের অপরাজিত ইনিংস।
২০২৪ সালের ২ জানুয়ারি উত্তর প্রদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর আউট হন করুন নায়ার। চার ম্যাচের এই অসাধারণ পারফরম্যান্সে ৫৪২ রান করে তিনি গড়েন নতুন বিশ্ব রেকর্ড।
করুন নায়ার’র আগে এই তালিকায় শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন (৫২৭)। তৃতীয় স্থানে আছেন জার্মানির জসুয়া ফন হেরডেন (৫১২), এরপর পাকিস্তানের ফখর জামান (৪৫৫) এবং তৌফিক উমর (৪২২)।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার আইপিএলে নতুন করে সুযোগ পেয়েছেন করুন নায়ার। দিল্লি ক্যাপিটালস ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯ ম্যাচে ৭ হাজারের বেশি রান এবং ২০টি সেঞ্চুরি রয়েছে তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রায় ৩ হাজার রান ও ৭টি সেঞ্চুরি করে দেখিয়েছেন নিজের সামর্থ্য।
আরটিভি/এসআর
মন্তব্য করুন