• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:৪৮
ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
ছবি : সংগৃহীত

পাঁচ ম্যাচের শেষ টেস্টে ভারতকে হারিয়ে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

রোববার (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে ভারত। কিন্তু মাত্র ৪৫ মিনিটেই গুটিয়ে যায় তারা। আগের দিনে ৬ উইকেটে ১৪১ রান করে তৃতীয় দিনে মাত্র ১৬ রান যোগ করে ১৫৭ রানে অলআউট হয়ে যায় ভারত। দুই ইনিংস মিলিয়ে ভারতের দেওয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এ জয়ের ফলে দীর্ঘ ১০ বছর পর ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ অজিদের পকেটে গেল। এর আগে, সর্বশেষ ২০১৪-২০১৫ মৌসুমে ভারতের বিপক্ষে এই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

দুর্দান্ত এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করে ফেলেছে অজিরা। বাদ পড়েছে ভারত। আগামী ১১-১৫ জুনে ২০২৩-২০২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ১৮৫ ও ১৫৭ (পান্ত ৬১, জয়সওয়াল ২২; বোলান্ড ৬/৪৫, কামিন্স ৩/৪৪)।

অস্ট্রেলিয়া: ১৮১ ও ১৬২/৪ (উসমান ৪১, ওয়েবস্টার ৩৯*, হেড ৩৪*; কৃষ্ণা ৩/৬৫)।

ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
ম্যানসেরা: স্কট বোলান্ড।
সিরিজসেরা: জসপ্রিত বুমরাহ।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছড়াচ্ছে এইচএমপিভি, ভারতে সতর্কতা জারি
বাংলাদেশকে কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি ভারত: দুদু
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক
ভারতীয় ব্যাটারদের কড়া সমালোচনা করলেন গাঙ্গুলি