• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা এড়াতে আপিল করবে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ১২:১৭
ভিনিসিয়ুস
ছবি- এএফপি

গত শনিবার লা লিগায় ভালেন্সিয়ার গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে এই লাল পাওয়ার মতো অপরাধ ছিল না বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তাই ভিনির লাল কার্ডের বিপক্ষে আপিল করবেন তিনি।

ভ্যালেন্সিয়া ম্যাচের ৭৯তম মিনিটে গোলরক্ষকের ঘাড়ে আঘাত করেন ভিনি। তাতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আনচেলত্তি আশাবাদী ন্যূনতম দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন ভিনি।

রিয়াল কোচ বলেন, এটা লাল কার্ডের (ফাউল) ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হব না।

কোপা দেল রের ম্যাচে সোমবার চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল। আনচেলত্তি জানিয়েছেন, দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাবেন ভিনিসিয়ুস।

আনচেলত্তি বলেন, আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার পরবর্তী আপিল শুনানি বুধবার
মিনেরাকে উড়িয়ে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি আজ
রাষ্ট্রপক্ষের আপিল খারিজ, তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল