• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ভারতীয় ব্যাটারদের কড়া সমালোচনা করলেন গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩০
গাঙ্গুলি
ছবি- এএফপি

বর্ডার-গাভাস্কার সিরিজটি ছিল ভারতের কাছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার একটি কঠিন পরীক্ষা। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে রোহিত শর্মার দল। অজিদের কাছে ৩-১ ব্যবধানে সিরিজে খোয়ানোর পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল থেকেও ছিটকে পড়েছে ভারত।

আর এই ব্যর্থতার জন্য ব্যাটারদের দায়ী করেছেন সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেই সঙ্গে ভারতীয় দলের কড়া সমালোচনা করেছেন তিনি।

গাঙ্গুলি বলেন, সোজা কথা হলো আমরা ভালো ব্যাটিং করিনি। কিভাবে টেস্ট খেলতে হয় সেটাই মনে হয়েছে ভুলে গেছি। ভালো ব্যাটিং ছাড়া টেস্ট ক্রিকেট জেতা সম্ভব না। ১৭০-১৮০ রান কোনোভাবেই টেস্ট ম্যাচের জন্য আদর্শ না। কমপক্ষে ৩৫০-৪০০ রান করতে হবে। এটা নিয়ে একে অপরকে দোষারোপের কিছু নেই। মোদ্দা কথা হচ্ছে সবাইকে রান করতে হবে।

স্টার্ক-কামিন্সদের বিপক্ষে নিজের সেরা দিতে পারেননি দলের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। যা ফলে তাদের চ্যাম্পিয়নস ট্রফিতে রাখা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই জায়গার দ্বিমত পোষণ করেছেন সৌরভ গাঙ্গুলি।

সাবেক এই ক্রিকেটার বলেন, রোহিতের ওপর এতটা চাপ দেয়া ঠিক হচ্ছে না। আমার মনে হয়, কি করতে হবে সেটা অন্য সবার চেয়ে সে বেশি ভালো বোঝে। অহেতুক সমালোচনার পক্ষে আমি না। কোহলি একজন অসাধারণ ক্রিকেটার। হয়তো তার বাজে সময় যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি দ্রুতই সে আবারও সেরা সময়ে ফিরবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
কুমিল্লায় সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
হাসিনাকে ফেরত না দিলে ভারত শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে: মাহমুদুর রহমান