ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আপিল করেও শাস্তি কমেনি ভিনির, তবুও স্বস্তিতে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ১১:১৬ পিএম


loading/img
ছবি- এএফপি

গত শনিবার লা লিগায় ভালেন্সিয়ার গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই লাল কার্ডের বিপক্ষে আপিল করার কথা জানিয়েছিলেন কার্লো আনচেলত্তি। তবে আপিল করেও লাভ হয়নি, আক্রমণাত্মক আচরণের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন। 

বিজ্ঞাপন

ভ্যালেন্সিয়া ম্যাচের ৭৯তম মিনিটে গোলরক্ষকের ঘাড়ে আঘাত করেন ভিনি। তাতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আপিলে শাস্তি বাঁচাতে না পরলেও ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা কেবল লা লিগার ম্যাচে সীমাবদ্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে সুপার কাপের ম্যাচে তার খেলতে সমস্যা নেই।

আগামীকাল (বৃহস্পতিবার) স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে খেলবেন ভিনিসিয়ুস তারকা।

বিজ্ঞাপন

সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ স্কোয়াড

গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন এবং ফ্রাঁ গঞ্জালেজ।

ডিফেন্ডার: আলাবা, লুকাস ভাজকেজ, ফ্রাঁ গার্সিয়া, রুডিগার, মেন্ডি, অ্যাসেনসিও, লরেঞ্জো এবং দিয়েগো আগুয়াডো।

বিজ্ঞাপন

মিডফিল্ডার: বেলিংহ্যাম, ক্যামাভিঙ্গা, ভালভার্দে, মড্রিচ, চৌমেনি, আরদা গুলার এবং সেবেলোস।

বিজ্ঞাপন

ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপ্পে, রড্রিগো, এন্ড্রিক, ব্রাহিম এবং ইয়ানেজ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |