চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনে কঠিন পরীক্ষা নির্বাচকদের, দেখে নিন সম্ভাব্য স্কোয়াড
পাকিস্তানের মাটিতে আগামী মাসে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে দলগুলোকে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির দলে বেশ কয়েকটি চমক দেখা যেতে পারে। যার মধ্যে অন্যতম হলো নাহিদ রানা।
গত বছর টেস্ট দলে সুযোগ পাওয়ার পর ১৫০ প্লাস গতিতে বল করে চমক দেখিয়েছেন এই তরুণ পেসার। সেই সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ করে নিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আগে অনুষ্ঠিত হওয়া বিপিএলে রীতিমতো আগুন ঝরাচ্ছেন তিনি। পাঁচ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট।
তাই পাকিস্তানের মতো কন্ডিশনে নাহিদের গতিকে কাজে লাগাতে চাইবে বিসিবি। আর টাইগারদের পেস ইউনিটকে লিড দিবেন বিপিএলে ৭ উইকেট শিকার করে রেকর্ড গড়া তাসকিন আহমেদ। এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছেন তিনি। তাদের সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমানও। বিপিএলে ভালো করতে না পারলেও সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন।
অন্যদিকে কপাল পুড়তে পারে আরেক বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়ার পর থেকে এখনও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট ও ওয়ানডেতে সুযোগ পেলেও সেরাটা দিতে পারেননি। এ ছাড়াও বিপিএলে চিটাগং কিংসের হয়ে ২ ম্যাচ খেলে শিকার করেছেন মাত্র ২ উইকেট। তাই চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনায় বেশি শরিফুলের।
চতুর্থ পেসার হিসেবে সবার থেকে এগিয়ে তানজিম সাকিব। নতুন বলে গতি আর সুইংয়ের মুগ্ধতা ছড়িয়ে আসছেন এই ডান হাতি পেসার। তাই চতুর্থ পেসার হিসেবে স্কোয়াডে জায়গা পেতে পারেন তিনি।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিতভাবেই তিনে ব্যাট করবেন তিনি। আর ওপেনার হিসেবে থাকবেন সৌম্য সরকার এবং লিটন দাস। বেশ কিছু দিন ধরে অফ ফর্মে থাকলেও নির্বাচকদের বিশ্বাস তাড়াতাড়ি রানে ফিরবেন লিটন।
তবে তৃতীয় ওপেনার হিসেবে এতদিন দলে জায়গা পেয়ে আসছিলেন তানজিদ তামিম। কিন্তু বিপিএলে রান পাচ্ছেন না তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে তার সঙ্গে লড়াই করছেন এনামুল হক বিজয়। ৪ ম্যাচে ১৮৫ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
এদিকে দেশসেরা ওপেনার তামিমের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচক। পারিবারের সঙ্গে আলোচনা করতে সময় দেওয়া হয়েছে তাকে। তবে তামিমের দলে ফেরার সম্ভাবনা খুবই কম। তবে চমক দেখিয়ে দেশসেরা এই ওপেনার দলে ফিরলে কপাল পুড়বে এনামুল ও তানজিদের।
ব্যাটিং লাইনের পরের পজিশন গুলো নির্ধারিত বলায় চলে। চারে তাওহীদ হৃদয়, পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাতে ব্যাট করবেন জাকের আলী অনিক। তবে মেহেদী হাসান মিরাজ কোথায় ব্যাট করবে সেটা নিয়ে বড় পরীক্ষা দিতে হবে টাইগার কোচকে। শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন-চারে ব্যাট করেছেন তিনি। তবে শান্ত ফেরায় তার পজিশন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে জাতীয় দলে ফেরার কথা রয়েছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফল এবং বিসিবি থেকে গ্রিন সিগনাল পেলেও চ্যাম্পিয়নস ট্রফির একাদশে থাকবেন তিনি। সে ক্ষেত্রে একাদশ থেকে জায়গা হারাতে পারেন জাকের আলী।
অন্যদিকে দলের অটোচয়েজ একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে কোনো করণে সাকিব চ্যাম্পিয়নস ট্রফিতে ছিটকে গেলে কপাল খুলতে পারে নাসুম আহমেদ। একমাত্র বাঁ হাতি স্পিনার হিসেবে স্কোয়াডে যুক্ত হতে পারেন তিনি।
আর সাকিব স্কোয়াডে থাকলেও নাসুমকে দলে নিতে হয়ে অন্য পথে হাঁটতে হবে বিসিবিকে। সে ক্ষেত্রে বাড়তি ওপেনার না নিয়ে একজন স্পিনারকে দলে নিতে হবে।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস, সৌম্য সরকার, তামিম ইকবাল/তানজিদ তামিম/এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম সাকিব।
আরটিভি/এসআর
মন্তব্য করুন