• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

মায়ার্সের ক্যামিওতে বড় পুঁজি বরিশালের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:২০
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

চলতি বিপিএলের ১৩তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের প্রথম দেখায় ১২৮ রানে অলআউট হলেও, এই ম্যাচে রংপুরকে ১৯৮ রানের বড় লক্ষ্য দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম ইকবাল ও ফরচুন বরিশাল। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪৬ রান তোলে বরিশাল। তবে ফিফটি তুলতে পারেনি দুজনেরই কেউই।

১১তম ওভারে কামরুল হাসানের হাতে বল তুলে দেন সোহান। আর প্রথম বলে শান্তকে ক্যাচ আউট করে অধিনায়কের বিশ্বাসের প্রতিদান দেন কামরুল। ৩০ বলে ৪১ রান করে শান্ত। একই ওভারের শেষ বলে তামিমকেও তুলে নেন কামরুল। ৩৪ বলে ৪০ রান করেন দেশসেরা এই ওপেনার।

এরপর ব্যাট চালিয়ে দ্রুত রান তুলতে থাকেন তাওহীদ হৃদয় এবং কাইল মায়ার্স। তবে ইনিংস বড় করতে পারেনি হৃদয়। ১৮ বলে ২৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই ডান হাতি ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মাহমুদউল্লাহ। ২ বলে ৪ রান করে সাইফউদ্দিনের করা স্লো ডেলিভারিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন তিনি।

ষষ্ঠ উইকেটে পিচে এসেই বলে বলে বাউন্ডারি মারতে থাকেন ফাহিম আশরাফ। তবে ৬ বলে ২০ রান করে রান আউট হন এই পাক অলরাউন্ডার। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ২৭ বলে ফিফটি তুলে নেন মায়ার্স। শেষ পর্যন্ত মায়ার্সের ২৯ বলের অপরাজিত ৬০ রানে ভর করে ১৯৭ রানের বড় পুঁজি পায় বরিশাল।

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন কামরুল হাসান। এ ছাড়াও আকিভ জাভেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহানের চার-ছক্কার বৃষ্টিতে ডুবে গেল বরিশাল, অবিশ্বাস্য জয় রংপুরের
প্রতিশোধ নেওয়ার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বরিশাল
ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব: আলাল
বরিশালে দুই বিএনপি নেতার বাসায় হামলা-ভাঙচুর