ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

তামিমের আচরণে লজ্জিত অ্যালেক্স হেলস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ১১:০৪ এএম


loading/img
ছবি- সংগৃহীত

চলতি বিপিএলের ১৩তম ম্যাচে রংপুরের কাছে বাজেভাবে হারতে হয়েছে বরিশাল। শেষ ওভারে ৩০ রান নিয়ে তামিম-মুশফিকদের কাছ থেকে জয় ছিনিয়ে নুরুল হাসান সোহান। এমন হারের পর অ্যালেক্স হেলসের সঙ্গে তর্কে জড়ান বরিশাল অধিনায়ক। যে বিষয়টিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হেলস।

বিজ্ঞাপন

রংপুরের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন হেলস। তার পরবর্তী গন্তব্য আইএল টি-টোয়েন্টি লিগ। তবে বাংলাদেশ ছাড়ার আগে তামিম ও তার মধ্যে কি ঘটেছিল দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে জানিয়েছেন হেলস।

ইংলিশ এই ক্রিকেটার বলেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল–আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। 

বিজ্ঞাপন

তামিম তার অতীত নিয়ে খোঁচা দিয়েছেন বলেও অভিযোগ করেছেন হেলস। তার ভাষ্য, ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।

এদিকে সংবাদ সম্মেলনে তামিমের ভাই নাফিস ইকবালের সামনে ওই ইস্যু নিয়ে জানতে চাওয়া হয়। এ সময় নাফিস বলেন, নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল, যে কারণে সে রিয়েক্ট করেছে। তেমন গুরুতর কিছু না। ম্যাচ হারলে এরকম ইমোশন থাকে।

গতকাল বৃহস্পতিবার আগে ব্যাট করতে রংপুরকে ১৯৮ রানের লক্ষ্য দিয়েছিল বরিশাল। জবাব দিতে নেমে তিন উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর। ৭ বলে ৩২ রান করে এই জয়ের অন্যতম নায়ক সোহান।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |