ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি দিয়ালোর
২০২১ সালে ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন দিয়ালো। দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন কোত দি ভোয়ার এই ফুটবলার। তাই তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে রেড ডেলিভসরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে খেলবেন ২২ বছর বয়সী এই উইঙ্গার।
দিয়ালোর আগের চুক্তি শেষ হতো চলতি মৌসুমের শেষে। অবশ্য চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগ ছিল। তবে সাম্প্রতিক সময়ে আশানুরূপ পারফরম্যান্স করায় দিয়ালোকে আরও দীর্ঘ সময় ধরে রাখার সিদ্ধান্ত নিল ক্লাবটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ২৭ ম্যাচ খেলে ৬ গোল করেছেন তিনি।
চুক্তি নবায়ক করে দিয়ালো বলেন, নতুন চুক্তি করে সত্যিই আমি অনেক গর্বিত। এই ক্লাবের হয়ে কিছু অবিশ্বাস্য মুহূর্ত আমি কাটিয়েছে, তবে আরও অনেক আসবে।
উল্লেখ্য, ২০২১ সালে আন্তর্জাতিক অভিষেক হয় দিয়ালোর। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ৬টি ম্যাচ।
আরটিভি/এসআর
মন্তব্য করুন