• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ভালো হতে না পারার জন্য যাদের দায়ী করলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪
সাব্বির
ছবি- সংগৃহীত

জাতীয় দলের হয়ে উড়ন্ত শুরু পেয়েছিলেন সাব্বির রহমান। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পোস্টারবয় হিসেবে পরিচিতিও পেয়েছিলেন। কিন্তু শৃঙ্খলতাজনিত কারণে নিষেধাজ্ঞা ও অফ ফর্মের কারণে অসংখ্যবার ছিটকে যান জাতীয় দল থেকে। এবারের বিপিএলেও শৃঙ্খলতাজনিত কারণে শুরুতে ম্যাচ পাননি তিনি। ভালো না হওয়ার জন্য এবার কিছু মানুষকে দায়ী করেছেন এই ড্যাশিং ব্যাটার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দীর্ঘ দিন পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮২ রানের বড় ইনিংস খেলেছেন সাব্বির। যেখানে ৯টি ছক্কা মেরেছেন এই ড্যাশিং ব্যাটার। যদিও দলকে জেতাতে যথেষ্ট হয়নি তার ইনিংস।

তাই সংবাদ সম্মেলনে আসেন সাব্বির। এ সময় তার শৃঙ্খলাভঙ্গের বিষয়টিও উঠেছে। তিনি বলেন, ছোট থেকেই তো হ্যান্ডেলিং করছি ভাইয়া সবকিছু মিলে। নিজেকে কীভাবে সামলাবো। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল। উনি হয়তবা বুঝতে পারে নাই। ইন্টার্নাল কথাগুলা প্রেসে না বলাই ভালো।

‘যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করি ঠিক করার জন্য। আশপাশে কিছু লোক হয়ত ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটা নিয়ে আসলে আমি অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা সেটাই করছি এখন।’

ঢাকা পর্বে তিন ম্যাচ খেললেও কোনো ম্যাচে সুযোগ মিলেনি সাব্বিরের। তখন সাব্বিরকে না খেলানোর বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়। পরে দলের কোচ খালেদ মাহমুদ সুজন জানান, শৃঙ্খলাভাঙ্গের কারণে দলে নেওয়া হয়নি সাব্বিরকে। অনুশীলনে যোগ না দেওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছিল তাকে।

উল্লেখ্য, টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস। ষষ্ঠ ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে সাব্বির রহমানরা।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনাকে হেসে খেলে হারালো দুর্বার রাজশাহী
সন্ধান মিলল গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের 
হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যে শাস্তি পেলেন তামিম
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রাজশাহী